Homeজীবনীদ্বিতীয়বারের চেষ্টায় UPSC উত্তীর্ণ, জানুন IAS অনুপমা অঞ্জলির সফলতার কাহিনী।

দ্বিতীয়বারের চেষ্টায় UPSC উত্তীর্ণ, জানুন IAS অনুপমা অঞ্জলির সফলতার কাহিনী।

ভারতের অন্যতম বড় এবং কঠিন পরীক্ষা হলো UPSC Civil Service Exam, প্রতিবছর কয়েক হাজার শিক্ষার্থী IPS, IAS হবার স্বপ্ন দেখে UPSC পরীক্ষায় বসেন। মাত্র কিছু পরীক্ষার্থীরাই সফলতার মুখ দেখেন। তবে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সফল ক্যান্ডিডেটরা সফল হবার কিছু টিপস বলেন, যেগুলি মেনে চললে UPSC উত্তীর্ণ হবার চান্স অনেকটাই বেড়ে যায়। আইএএস অফিসার(IAS Officer) অনুপমা অঞ্জলি সম্প্রতি তার সফলতায় গল্প শেয়ার করেছেন। UPSC উত্তীর্ণ হতে গেলে কিভাবে পড়তে হবে, সেই সফলতার সূত্র ফাঁস করলেন আইএএস অফিসার অনুপমা অঞ্জলি।

অনুপমা অঞ্জলি(IAS Anupama Anjali) ছোটবেলায় থাকতেন দিল্লিতে। তার বাবাও ছিলেন একজন উচ্চপদস্থ IPS অফিসার। স্কুলের গণ্ডি পার করার পর অনুপমা অঞ্জলি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে(Mechanical Engineering) ডিগ্রি অর্জন করলেও তিনি ইঞ্জিনিয়ারিংয়ের পথে বেশিদূর এগোতে চাননি। তার স্বপ্ন ছিল UPSC পরীক্ষায় উত্তীর্ণ হয়ে IAS অফিসার হওয়া।

এজন্য কলেজ উত্তীর্ণ হবার পরেই তিনি UPSC পরীক্ষায় উত্তীর্ণ হবার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেন। প্রথমবার UPSC পরীক্ষায় তিনি অকৃতকার্য হন। তবে হাল ছেড়ে না দিয়ে তিনি দ্বিগুণ উদ্যমে প্রস্তুতি নেওয়া শুরু করেন। ২০১৭ সালে তিনি পুনরায় UPSC পরীক্ষায় বসেন। এবারে সফল হন তিনি। পরবর্তীকালে তিনি অন্ধ্রপ্রদেশ ক্যাডারের আইএএস অফিসার রূপে নিযুক্ত হন।

UPSC উত্তীর্ণ হতে গেলে কিভাবে পড়তে হবে, সেই সফলতার সূত্র ফাঁস করলেন আইএএস অফিসার অনুপমা অঞ্জলি। তিনি বলেন, একটানা অধ্যাবসায় ও পাঠ্যক্রম খুঁটিয়ে পড়ার মধ্যেই UPSC-তে সফল হওয়ার বীজমন্ত্র লুকিয়ে আছে। তিনি বলেন, মন দিয়ে পড়ে যেতে হবে, তবেই ব্যর্থতা পেরিয়ে সাফল্য আসবে।

অনুপমা অঞ্জলি সম্প্রতি বিয়ে করেছেন। ২০২০ ব্যাচের আইএএস অফিসার হর্ষিত কুমার(IAS Harshit Kumar) বর্তমানে তার স্বামী। বর্তমানে স্বামী এবং স্ত্রী দুজনেই হরিয়ানা ক্যাডারে IAS পদে নিযুক্ত আছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular