Homeজীবনীকোচিং ছাড়াই UPSC-তে সাফল্য, প্রথমে IPS, পরে IAS। জানুন দিব্যা তানওয়ারের কাহিনী।

কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য, প্রথমে IPS, পরে IAS। জানুন দিব্যা তানওয়ারের কাহিনী।

ভারতবর্ষের অন্যতম কঠিন একটি পরীক্ষা হল ইউনিয়ন সিভিল সার্ভিস পরীক্ষা(Union Civil Service Exam)। প্রতি বছর সারা দেশের কয়েক হাজার থেকে লক্ষাধিক পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেন। তার মধ্যে শুধুমাত্র সফল ছাত্র-ছাত্রীদের নামই শিরোনামে উঠে আসে। তাদের সাফল্যের গল্প অনুপ্রেরণা যোগায় পরবর্তী ইউপিএসসি পরীক্ষার্থীদের।

আজকে জানবো এমনই একজন অনুপ্রেরণা দিব্যা তানওয়ারের(Divya Tanwar IAS) সফল হবার কাহিনী। কিভাবে একজন মধ্যবিত্ত পরিবারের মধ্যে আর্থিক অনটন এবং প্রতিবন্ধকতার সাথে লড়াই করে মাত্র একুশ বছর বয়সেই হয়েছেন আইপিএস(IPS) এবং ২২শে হয়েছেন আইএএস অফিসার(IAS Officer)।

দিব্যা তানওয়ারের বাড়ি মহেন্দ্রগড়ে। ছোট থেকেই তিনি একজন মেধাবী ছাত্রী ছিলেন। প্রথমে মহেন্দ্রগড় এর সরকারি স্কুলে প্রাথমিক পড়াশোনা শেষ করার পর ভর্তি হন নবোদয় বিদ্যালয়ে(Navodaya Vidyalaya)। বিজ্ঞান নিয়ে স্নাতক স্তরে পড়াশোনা করেছিলেন দিব্যা। গ্রাজুয়েশন(Graduation) শেষ হবার পরেই তিনি ইউপিএসসি পরীক্ষার(UPSC Exam) জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেন। মধ্যবিত্ত পরিবারের হওয়ার জন্য পড়াশোনার সময় বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাকে, তবে নিজের লক্ষ্যে তিনি ছিলেন অবিচল। অর্থের অভাবে কোচিং নিতে পারেননি। নিজেই পড়াশোনা করেছেন। আগের বছরের প্রশ্নগুলি প্র্যাকটিস করতেন তিনি, তাছাড়া নিজেই নোটস তৈরি করতেন এবং অন্যান্য জায়গা থেকে নোটস সংগ্রহ করে নিজেই পড়াশোনা চালিয়ে গিয়েছেন।

২০২১ সালে ইউপিএসসি পরীক্ষায় বসেন তিনি। প্রথমবারেই তিনি সর্বভারতীয় স্তরে ৪৩৮ রাঙ্ক করে সাফল্য অর্জন করেন। মাত্র ২১ বছর বয়সেই তিনি আইপিএস নির্বাচিত হন। 2022 সালে তিনি পুনরায় সিভিল সার্ভিস পরীক্ষায় বসেন। এবার তিনি র‍্যাংক করেন ১০৫। সেবার দিব্যা আইএএস অফিসার নির্বাচিত হন।

পড়াশোনা চলাকালীন দিব্যা সর্বদা তার পাশে পেয়েছিলেন তার মাকে। এই জন্য তিনি তার সাফল্যের সার্টিফিকেট উৎসর্গ করতে চান তার মায়ের উদ্দেশ্যে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular