Homeজীবনীইঞ্জিনিয়ারিং ছেড়ে সফল IAS অফিসার, কিভাবে পড়লে স্বপ্ন সফল হবে? জানালেন অফিসার...

ইঞ্জিনিয়ারিং ছেড়ে সফল IAS অফিসার, কিভাবে পড়লে স্বপ্ন সফল হবে? জানালেন অফিসার আরুশি শর্মা।

ভারতের অন্যতম একটি কঠিন পরীক্ষা হলো ইউ পি এস সি সিভিল সার্ভিস পরীক্ষা(UPSC Civil Service Exam)। প্রত্যেক বছর ভারতের কয়েক লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেন এবং হাতে-গোনা অল্প কিছু সংখ্যক শিক্ষার্থীরাই এই পরীক্ষায় উত্তীর্ণ হন এবং বড় বড় পদে চাকরি করার সুযোগ পান। পরীক্ষার ফলাফল বের হলে দেখা যায় অনেক ছেলেমেয়েরা বহু প্রতিবন্ধকতা কাটিয়ে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, পরবর্তীকালে তাদের সাফল্যের গল্পই পরবর্তী শিক্ষার্থীদের অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়। এমনই একজন অনুপ্রেরণার নাম IAS অফিসার আরুশি শর্মা(Arushi Sharma)। ইঞ্জিনিয়ারিং ছেড়ে তিনি ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন এবং বর্তমানে তিনি একজন আইএএস অফিসার(IAS officer Aarushi Sharma) হিসেবে কর্মরত রয়েছেন।

আরুশি শর্মার বাড়ি উত্তরপ্রদেশের মিরাটে। তিনি দিল্লির টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে বিটেক উত্তীর্ণ হন, এরপরে তিনি ইঞ্জিনিয়ারিং পাস করেন এবং তারপর ঠিক করেন ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হবেন। ইঞ্জিনিয়ারিং এর ক্যাম্পাসিং প্লেসমেন্ট ছেড়ে দিয়ে তিনি ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেন। নিজেকে সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে রাখেন এবং পরীক্ষার সিলেবাস বুঝে মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করেন। সে সময় তিনি দিনরাত এক করে পড়াশোনা করতেন। ২০২১ সালে আরুশি শর্মা ইউপিএস পরীক্ষায় উত্তীর্ণ হন এবং আইএএস অফিসার পদ পান। কিন্তু তাতেও তিনি সন্তুষ্ট ছিলেন না

২০২২ সালে তিনি পুনরায় ইউপিএসসি পরীক্ষায় বসেন এবং ৪০২ তম স্থান অধিকার করে আবারও একজন আইএএস অফিসার হিসেবে নিযুক্ত হন। বর্তমানে তিনি একজন উচ্চপদস্থ সরকারি অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। নিজের স্বপ্ন থাকলে তা কিভাবে পূরণ করতে হয় তা দেখিয়ে দিয়েছেন আরুশি শর্মা। পরিশ্রম করলে যেকোনো কঠিন বাধাই যে পার করা যায়, তাও তিনি করে দেখিয়েছেন। বর্তমানে আরুসি শর্মা বহু সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের কাছে অনুপ্রেরণা। এছাড়া যারা আগামী দিনে সিভিল সার্ভিস পরীক্ষায় বসতে চলেছেন বা সিভিল সার্ভিস পরীক্ষাতে বসার ইচ্ছা রয়েছে, তাদের কাছেও আরুশি শর্মা একটি বড় অনুপ্রেরণার নাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular