HomeEducation Newsবদলে গেল উচ্চমাধ্যমিকের মেধাতালিকা! নতুন করে রেজাল্ট প্রকাশিত হলো। জানুন বিস্তারিত।

বদলে গেল উচ্চমাধ্যমিকের মেধাতালিকা! নতুন করে রেজাল্ট প্রকাশিত হলো। জানুন বিস্তারিত।

গত ২৪ মে প্রকাশিত হয়েছিলো চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট(Result of Higher Secondary Education Examination)। এবছরের পরীক্ষার্থী ছিলো ৮ লক্ষ ২৪ হাজার ৮৯১ জন। উত্তীর্ণ হয়েছে ৭ লক্ষ ৩৭ হাজার ৮০৭ জন পরীক্ষার্থী। উচ্চমাধ্যমিক পরীক্ষাতে এবছর রাজ্য জুড়ে পাশের হার ছিল ৮৯.২৫ শতাংশ।

প্রতি বারের ন্যায় এবছরেও পরীক্ষার ফলপ্রকাশের (Result Publish) পর উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়, যদি কোনো পড়ুয়ার নিজের ফলাফল নিয়ে অসন্তুষ্টি থাকে তাহলে তাঁরা অনলাইন মারফত (Through Online) আবেদন জানাতে পারে রিভিউ অথবা স্ক্রুটিনির(Review or Scrutiny)।

এই আবেদন পর্ব চলেছিল গত ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত। আবেদন পরেছিলো হাজার হাজার। সকলের নতুন রেজাল্ট প্রকাশের (New Result Publish) পরে পর্ষদ আধিকারিকদের চমকে দিয়ে বিরাট বদল ঘটে মেধাতালিকায়(Merit List)! কিরকম বদল? আসুন জানা যাক।

এই প্রসঙ্গে উচ্চ শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য (Chiranjib Bhattacharya) জানান যে, স্ক্রুটিনির ফল প্রকাশের (Result after Scrutiny) পরে মেধাতালিকায় (Merit List) পূর্বে না থাকা বেশ কিছু জন পড়ুয়া এক থেকে দশের মধ্যে স্থান দখল করেছেন। ‘এক’ নম্বর বেড়ে যাওয়ায় একাদশ স্থানে থাকা বহু পড়ুয়া এক থেকে দশের মধ্যে চলে এসেছেন। এছাড়াও রিভিউয়ের ফলে (As a Result of Review) অষ্টম স্থানে থাকা পড়ুয়ার তিন নম্বর বৃদ্ধি পাওয়ায় তিনি পঞ্চম স্থানে চলে এসেছেন।

See also  শুরু হবে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন, বড় ঘোষণা পর্ষদের! জেনে নিন বিস্তারিত।

ইতিমধ্যেই শিক্ষা দফতরের কাছে পাঠানো হয়েছে নতুন রেজাল্ট গুলি পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। আগামী ১৩ জুলাই থেকে নতুন রেজাল্ট চেক (Result Check) করার জন্য পর্ষদের ওয়েবসাইট (Website) wbchseapp.wb.gov.in তে গিয়ে দেখতে পারেন পড়ুয়ারা।

প্রসঙ্গত এই ভাবেই কিছুদিন আগে মাধ্যমিকের স্ক্রুটিনির (Scrutiny Result of Madhyamik) ফলাফল প্রকাশ করা হয়েছিল এবং তাতেও বিরাট পরিবর্তন দেখা যায়। মাধ্যমিকের স্ক্রুটিনির মতো উচ্চমাধ্যমিকের স্ক্রুটিনির নতুন ফলাফলে এতো পার্থক্য থাকায় শিক্ষকদের সঠিক ভাবে খাতা চেক করায় উঠছে প্রশ্ন।

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular