HomeEducation NewsFood SI পরীক্ষায় বিগত বছরগুলিতে অংক, GI-এর কোন অধ্যায় থেকে কতগুলো প্রশ্ন...

Food SI পরীক্ষায় বিগত বছরগুলিতে অংক, GI-এর কোন অধ্যায় থেকে কতগুলো প্রশ্ন এসেছিল? দেখুন তালিকা।

বহুদিন ধরে রাজ্যের চাকরির প্রার্থীরা রাজ্যের ফুড সাব ইন্সপেক্টর(WB Food SI Exam) পরীক্ষার জন্য অপেক্ষা করে আসছেন। অবশেষে পাবলিক সার্ভিস কমিশনের (PSC) পক্ষ থেকে ফুড এস আই পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করার তারিখ জানা গেল। আগামী 23/08/2023 তারিথে খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এই দিনই পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি এবং পরীক্ষার সিলেবাস (WB Food SI Syllabus) প্রকাশ করা হবে।

বিগত বছরগুলিতে Food Si Recruitment পরীক্ষায় অংক এবং GI এর কোন অধ্যায় থেকে কতগুলো প্রশ্ন এসেছিল, তার একটি তালিকা তৈরি করেছেন পলাশ ধর। সেই অনুযায়ী গত বছরগুলির Food Si এর Math এবং GI এর বিষয়ভিত্তিক প্রশ্নের সংখ্যা দেখুন।

1) Number System বা সংখ্যাতত্ত্ব:

২০১৮: ৪ টি
২০১৪: ৫ টি

See also  শুরু হবে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন, বড় ঘোষণা পর্ষদের! জেনে নিন বিস্তারিত।

2) Decimal & Fraction বা দশমিক ও ভগ্নাংশ:

২০১৮: ১ টি
২০১৪: ০ টি

3) LCM-HCF:

২০১৮: ৩ টি
২০১৪: ৩ টি

4) Unitary Method বা ঐকিক নিয়ম:

২০১৮: ১ টি
২০১৪: ২ টি

5) Percentage বা শতকরা:

২০১৮: ৩ টি
২০১৪: ৪ টি

6) Ratio-Proportion বা অনুপাত-সমানুপাত:

২০১৮: ১ টি
২০১৪: ২ টি

7) Average:

২০১৮: ১ টি
২০১৪: ৪ টি

8) Age Related Problems:

২০১৮: ৩ টি
২০১৪: ২ টি

9) Profit & Loss বা লাভ ও ক্ষতি:

২০১৮: ৫ টি
২০১৪: ৬ টি

10) Simple Interest:

২০১৮: ৩ টি
২০১৪: ৫ টি

11) Compound Interest বা চক্রবৃদ্ধি সুদ:

২০১৮: ০ টি
২০১৪: ০ টি

12) Partnership বা অংশীদারি কারবার:

২০১৮: ২ টি
২০১৪: ৪ টি

13) Time and Work বা সময় ও কার্য:

২০১৮: ৪ টি
২০১৪: ১ টি

14) Pipe & Cistem বা পাইপ ও চৌবাচ্চা:

২০১৮: ১ টি
২০১৪: ০ টি

15) Time, Speed & Distance:

২০১৮: ৩ টি
২০১৪: ২ টি

See also  উচ্চমাধ্যমিক পাশ করে কোন কোন পেশাকে বেছে নিতে পারেন ভবিষ্যতের জন্য, জানুন।

16) Problem based on Race:

২০১৮: ১ টি
২০১৪: ০ টি

17) Problem on Train:

২০১৮: ৩ টি
২০১৪: ১ টি

18) Boats and Stream:

২০১৮: ১ টি
২০১৪: ১ টি

19) Mixture & Allegation:

২০১৮: ১ টি
২০১৪: ০ টি

20) Mensuration (2D):

২০১৮: ০ টি
২০১৪: ৫ টি

21) Simplification:

২০১৮: ৫ টি
২০১৪: ০ টি

22) Basic Problem:

২০১৮: ০ টি
২০১৪: ২ টি

23) Reasoning:

a) Clock:

২০১৮: ১ টি
২০১৪: ০ টি

b) Calendar:

২০১৮: ১ টি
২০১৪: ০ টি

c) Number Series:

২০১৮: ১ টি
২০১৪: ০ টি

আশা করা যাচ্ছে যে বিগত বছরগুলির ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার সিলেবাস এর সাথে চলতি বছরের ফুড সাব-ইন্সপেক্টর পরীক্ষার সিলেবাসে বিশেষ কোন পার্থক্য থাকবে না। নিচে বিগত বছরের WB Food SI Syllabus 2023 দেওয়া হল।

WB Food SI Syllabus 2023:

ইতিহাস
ভূগোল
সংবিধান
মানসিক দক্ষতা
বোধ পরীক্ষণ
ভারতের স্বাধীনতা আন্দোলন
অর্থনীতি
পরিবেশ
রাষ্ট্রসংঘ
সাধারণ বিজ্ঞান
খেলাধুলা
সাম্প্রতিক ঘটনাবলী
সাহিত্য
শিল্পকলা
কম্পিউটার
সাধারণ জ্ঞান
গণিত

See also  শুরু হবে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন, বড় ঘোষণা পর্ষদের! জেনে নিন বিস্তারিত।

গণিতের মধ্যে থাকছে: সরল সুদ, লাভ-ক্ষতি, শতাংশ, অনুপাত সমানুপাত, চক্রবৃদ্ধি সুদ, অংশীদারী কারবার, লসাগু, গসাগু, ভগ্নাংশ, গড়, সময় এবং কার্য, কার্য এবং দূরত্ব, নৌকা এবং স্রোত, নল এবং চৌবাচ্চা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular