HomeJob updatesব্যাঙ্ক অব বরোদাতে ৫০০ টি শূন্যপদে নিয়োগ, কিভাবে আবেদন করবেন? জানুন

ব্যাঙ্ক অব বরোদাতে ৫০০ টি শূন্যপদে নিয়োগ, কিভাবে আবেদন করবেন? জানুন

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। বিশেষ করে যারা এতদিন ধরে ব্যাংকিং সেক্টরে জব করার জন্য পড়াশোনা করছেন, তাদের জন্য রয়েছে একটি বিশেষ খবর। সম্প্রতি ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda) তে ৫০০ টি শূন্য পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা শূন্যপদ গুলিতে আবেদন করতে পারবেন।

ভারতের যেকোনো রাজ্য থেকেই আবেদন করা যাবে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলার ছেলে ও মেয়েরা উপযুক্ত যোগ্যতা সম্পন্ন হলে পদগুলির জন্য আবেদন করতে পারবেন।

ব্যাঙ্ক অফ বরোদা তে ৫০০ শূন্য পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি, আবেদন মূল্য কত, কত বছর বয়স অবধি আবেদন করতে পারবেন ইত্যাদি বিষয়গুলি নিচে বিস্তারিত জানানো হলো।

পদের নাম-

Acquisition Officers

মোট শূন্যপদ-

মোট ৫০০টি শূন্য পদে নিয়োগ করা হবে।

বাৎসরিক বেতন-

মেট্রো সিটিতে যারা কর্মরত হবেন, তাদেরকে বছরে ৫ লক্ষ টাকা বেতন দেওয়া হবে। এছাড়া নন মেট্রো সিটিতে কর্মরত প্রার্থীদের বছরে ৪ লক্ষ টাকা বেতন দেওয়া হবে।

আবেদন শুরু- ২২.০২.২০২৩

আবেদন শেষ- ১৪.০৩.২০২৩

বয়সসীমা-

২১ থেকে ২৮ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবশ্যিক যোগ্যতা-

দেশের যে কোন স্বীকৃত ইউনিভার্সিটির থেকে গ্রাজুয়েশন করা থাকলে প্রার্থীরা আবেদন করতে পারবেন।

অন্যান্য যোগ্যতা-

দেশের যেকোনো পাবলিক ব্যাংক, বিদেশি ব্যাংক, ব্রোকিং ফার্ম, সিকিউরিটি ফার্ম ,প্রাইভেট ব্যাংকে অন্তত এক বছর কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। এছাড়া প্রার্থীকে লোকাল ল্যাঙ্গুয়েজ, লোকাল এরিয়া ইত্যাদি সম্পর্কে জানতে হবে।

নিয়োগ পদ্ধতি-

আবেদন করা প্রার্থীদের প্রথমে অনলাইনে ১০০ নাম্বারের পরীক্ষা দিতে হবে। জেনারেল প্রার্থীদের অন্তত ৪০% এবং অন্যান্য জাতি এবং উপজাতির প্রার্থীদের অন্তত ৩৫ % নাম্বার থাকলে তারা উত্তীর্ণ হবেন। এরপর Psychometric Test হবে।

এরপর উত্তীর্ণ প্রার্থীদের গ্রুপ ডিসকাশন বা ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। গ্রুপ ডিসকাশনে জেনারেল প্রার্থীদের জন্য কোয়ালিফাই নাম্বার ৬০% এবং অন্যান্য জাতি এবং উপজাতির প্রার্থীদের জন্য ৫৫ % নম্বর লাগবে।

আবেদন মূল্য-

জেনারেল এবং ওবিসি প্রার্থীদের জন্য ৬০০ টাকা এবং অন্যান্য জাতি এবং উপজাতির প্রার্থীদের জন্য ১০০ টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে।

আবেদন পদ্ধতি-

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট দিয়ে সাবমিট করতে হবে। আবেদন মূল্য জমা করার পরেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। www.bankofbaroda.in/careers.htm ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন।

Important Links

Official Notification: Download Now
Apply Online: Click Here
Official Website: www.bankofbaroda.in

যে সমস্ত প্রার্থীরা কলকাতা থেকে আবেদন করবেন তাদের জেনে নেওয়া ভালো যে কলকাতাতে মোট ২৫ টি শূন্য পদ রয়েছে। এছাড়া দেশের অন্যান্য আরো জায়গায় আলাদা আলাদা সংখ্যক সিট সংখ্যা বরাদ্দ রয়েছে। যারা আবেদন করতে ইচ্ছুক, তারা সমস্ত ডকুমেন্ট নিয়ে ১৪ই মার্চের আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular