প্রধানমন্ত্রী আবাস যোজনা (Awas Yojana) প্রকল্পের নামকরণ সংক্রান্ত বিবাদের জেরে বহুদিন যাবদ রাজ্যে আবাস যোজনার টাকা পাঠানো বন্ধ রেখেছিল কেন্দ্র সরকার। অবশেষে কেন্দ্র সরকার ও রাজ্য সরকার কথা বলে বিষয়টি মীমাংসা করে নিষ্পত্তি করেছে।
আবাস যোজনা প্রকল্পের জন্য কেন্দ্র সরকার থেকে পশ্চিমবঙ্গে ৮২০০ কোটি টাকা পাঠানো হয়েছে। এরো সাথে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পাঁচ হাজার টাকার যোগ করে মোট টাকা দিয়ে আবাস যোজনার বাড়ি তৈরি করা হবে।
আবাস যোজনার এই প্রকল্পে বর্তমানে পশ্চিমবঙ্গে নথিভূক্ত রয়েছে প্রায় ৪৯ লক্ষ ২২ হাজারেরও বেশি নাম।কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ১১ লক্ষ ৩৬ হাজার ৪৪৮টি বাড়ি তৈরি করার অনুমোদন দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই কারা বাড়ি পাবেন এবং কারা পাবেন না তা রাজ্য সরকারকেই ভেরিফাই করে নিশ্চিন্ত করার কথা। এই মর্মে একাধিক নির্দেশিকা জারি করে রাজ্য সরকার বেশ কঠোরভাবে বাছাই করে উপযুক্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে।(Awas Plus Final List 2022-23)
আবাস যোজনার স্ট্যাটাস কিভাবে চেক করবেন আপনার মোবাইলে?
শুধুমাত্র স্মার্ট ফোন ব্যবহার করেই আপনি দেখে নিতে পারবেন Awas Plus Yojana তে আপনার নাম নথিভুক্ত রয়েছে কিনা (Awas Plus List West Bengal 2023) এবং আপনার স্ট্যাটাস কি।
১. প্রথমে আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইট pmayg.nic.in এ যেতে হবে।
২. Stakeholders অপশনে ক্লিক করতে হবে।
৩. এবার AwaasPlus Family Member Details এ ক্লিক করুন।
৪. পরবর্তী পেজে আপনার রাজ্যের নাম লিখুন।
৫. AWAAS PLUS ID বসিয়ে দিন ও Get Family Members Details এ ক্লিক করুন।
৬. স্ক্রিনে সমস্ত ডিটেইলস আপনি দেখতে পাবেন।
নিকটবর্তী অঞ্চল অফিস বা বি.ডি.ও অফিস থেকেও পেতে পারেন আপনার স্ট্যাটাস।