HomeStudent Hacksঅল্প সময়ে অঙ্কে ভালো ফল করার ৬টি দুর্দান্ত উপায়। জেনে নিন।

অল্প সময়ে অঙ্কে ভালো ফল করার ৬টি দুর্দান্ত উপায়। জেনে নিন।

বেশিরভাগ ছাত্রছাত্রীরা অঙ্কে দুর্বল হয়। আবার অনেক সময় দেখা যায় পরীক্ষা নিকটে, অথচ সিলেবাস(Exam Syllabus) শেষ হয়নি। এমন ক্ষেত্রে অংক বিষয় নিয়ে সবথেকে নাজেহাল হতে হয় ছাত্রছাত্রীদের। সময়ের কথা মাথায় রেখে ছাত্রছাত্রীদের মধ্যে দুশ্চিন্তা ভর করে এবং পরীক্ষায় ফলাফল খারাপ হয়। তবে সবকিছুরই সমাধান রয়েছে।

আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হবে পরীক্ষার আগে খুব সময়ে অংক নিয়ে ভালো ফল করবেন কিভাবে। তবে শুধু অংক নয়, পাশাপাশি যেকোনো বিষয়ের ক্ষেত্রেই এই নিয়ম এপ্লাই করতে পারবেন।

১. Focus বাড়াতে হবে।

যে বিষয়টি নিয়ে পিছিয়ে আছেন, সেটি নিয়ে আরো বেশি মনোযোগী(Focus) হতে হবে। এখনকার ইন্টারনেট এর জগতে পড়াশোনার থেকে খুব সহজেই ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া এর দিক মন চলে যায়। অনেক সময় দেখা যায় পড়তে পড়তে আমাদের হাত মোবাইলের দিকে চলে যায় এবং একবার সোশ্যাল মিডিয়া(Social Media) বা অন্যান্য যে কোন প্লাটফর্মে ঢুকে গেলে সেখানে আমাদের অনেকটা সময় ব্যয় হয়ে যায়। এজন্য পড়তে বসার সময় মোবাইল ফোনটিকে যতটা সম্ভব দূরে রাখতে হবে। তাই নির্দিষ্ট বিষয়ের ওপর ফোকাস করে চলতে হবে।

২. আলসেমি কমাতে হবে।

অনেক সময় অলসতার(Laziness) কারণে পড়তে বসতে দেরি হয়ে যায় বা সঠিক সময়ে পড়া না করার জন্য সেই পড়াটি আর মুখস্ত হয়ে ওঠেনা। একটু পরে পড়বো বলে অনেক সময় ছাত্র-ছাত্রীরা সোশ্যাল মিডিয়া বা ফেসবুকের(Facebook) মধ্যে প্রবেশ করেন এবং সেটি ব্যবহার করতে করতে বেশ বড় একটা সময় অপচয় হয়। সময় একবার চলে গেলে আর ফিরে আসে না, তাই আলসেমি কমাতে হবে। আলসেমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে একবার জিতে যেতে পারলেই আলসেমি আর তোমাকে পেয়ে বসবে না। ফলে সঠিক সময়ের কাজ সঠিক সময়ে করার অভ্যাস তৈরি হবে এবং পরবর্তীকালে এর সুফল পাবে সারাজীবন ধরে।

৩. Strategy ঠিক করো।

বড়ো সিলেবাস অল্প সময়ের মধ্যে শেষ করতে হলে নির্দিষ্ট Strategy ঠিক করতে হবে। বড়ো বিষয় ছোট ছোট অংশে ভাগ করে নাও এবং নির্দিষ্ট টাইমটেবিল বানিয়ে সেগুলো প্রস্তুত করো। অল্প অল্প করে এগোলে বুঝতে সুবিধা হবে এবং পরীক্ষার আগে চাপ কমবে অনেকটাই। এবং পরীক্ষার ফলাফলও ভালো হবে। মাধ্যমিকের(Madhyamik Candidates) এবং উচ্চ মাধ্যমিক এর ছাত্রছাত্রী(High Secondary Exam Candidates) তাদের সিলেবাস এমন ছোট ছোট অংশে ভাগ করে একই পদ্ধতি ফলো করতে পারো।

৪. নিয়মিত রিভিশন এবং প্রাকটিস করো।

একটা পড়া সম্পূর্ন হবার পর পরবর্তী কিছুদিন এবং তারপর মোটামুটি অল্প অল্প করে রিভিশন(Syllabus Revision) দাও। এতে করে পড়া ভুলবে না সহজে। প্রতিদিনের Revision অবহেলা করলে অল্প সময়ের মধ্যে বিষয়বস্তু ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। সাথে সাথে বিভিন্ন মক এবং সাজেশন এর সেট কমপ্লিট করো নিয়মিত। তাহলে আত্মবিশ্বাস বাড়বে। অংকের ক্ষেত্রে প্রাকটিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যত অভ্যেস করবে, ততই বুঝবে ভালো। সাথে সাথে ফলাফল ও হবে দুর্দান্ত।

৫. সময় নিয়ে সুস্পষ্ট ধারণা তৈরি করুন।

Time Management জীবনে অন্যতম একটি গুরুত্বপূর্ন বিষয়। সময় একবার গেলে আর ফিরে আসেনা, তাই সময়কে সচেতনতার সাথে ব্যবহার করা দরকার। Distraction গুলি সরিয়ে রেখে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পড়া কমপ্লিট করার অভ্যাস করতে হবে। এতে করে পরীক্ষার আগে চাপ কমবে অনেকটাই। সঠিক সময়ে সঠিক পড়া করে ফেলতে পারলে ছাত্র-ছাত্রীদের আলাদা করে coaching এর কোনো প্রয়োজন হয় না ।

৬. Question paper solve করো নিয়মিত।

নিয়মিত প্রশ্নপত্র সলভ করতে লাগলে নিজেদের মূল্যায়ন নিজেই করতে পারবে। কোথাও ত্রুটি থাকলে নিজেরাই বুঝতে পারবে। কোথায় বেশি প্রাকটিস প্রয়োজন, কোথায় দুর্বল আছো নিজেরা বুঝে গেলে আরো ভালোভাবে প্রস্তুত হবার সুযোগ পাবে। গতিবৃদ্ধি এবং নির্ভুলতার(Accuracy Increase) দক্ষতা বৃদ্ধিতেও সহায়তা করে নিয়মিত প্রশ্নপত্র সলভ করা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এর ছাত্রছাত্রীদের অবশ্যই বিগত বছরের প্রশ্ন সমাধান করা দরকার। এতে করে অন্তত ৫০% প্রশ্ন বা তার বেশি কমন পাবে পরীক্ষায়।

এই বিষয়গুলো ফলো করে দেখতে পারো তোমরা। যারা আগামীতে মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য উপকারী হবে এই টিপসগুলি। এছাড়াও যারা Competive পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তারাও ফলো করতে পারেন এই টিপসগুলি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular