বর্তমান যুগে চাকরি পাওয়া কতটা কঠিন তা আমরা প্রায় সকলেই জানি। বাংলার ছেলেমেয়েদের চাকরি পাওয়ার ক্ষেত্রে সুবিধার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে চালু করা হলো বাংলা সহায়তা কেন্দ্র স্কিম (Bangla Sahayata Kendra)। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের পক্ষ থেকে প্রতি বছর অনেকগুলি স্কিম লঞ্চ করা হয়। এই স্কিমগুলির মূল উদ্দেশ্য থাকে দেশবাসী এবং রাজ্যবাসী সার্বিক উন্নতি করা। বাংলা ছাত্র-ছাত্রীদের জন্য নতুন এই প্রকল্পের নাম বাংলা সহায়তা কেন্দ্র।
বাংলা সহায়তা কেন্দ্র 2023 স্কিমের উদ্দেশ্য কি?
পশ্চিমবঙ্গ সরকার বাংলার ছেলেমেয়েদের স্থায়ী চাকরির জন্য একটি স্কিম চালু করেছে, যার নাম বাংলা সহায়তা কেন্দ্র (Bangla Sahayata Kendra)। এই স্কিম চালু করা প্রায় এক বছর হয়ে গেছে এবং এই এক বছরের মধ্যে কয়েক কোটি মানুষ বাংলা সহায়তা কেন্দ্রের পরিষেবা পেয়েছেন বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের কথা অনুযায়ী বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে রাজ্যে অনেক কর্মসংস্থান গড়ে উঠবে এবং বেকারত্ব দূর হবে এই প্রকল্পের মাধ্যমে।
বাংলা সহায়তা কেন্দ্র স্কিমের কাজ কি?
বর্তমানে রাজ্যের ৩৫৬১ টি বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে। মোট ১০ হাজারটি বাংলা সহায়তা কেন্দ্র গড়ে তোলার পদক্ষেপ নেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। এই কেন্দ্রগুলির মধ্যে কর্মরত রয়েছেন 7122 জন কম্পিউটার অপারেটর। অনলাইনের মাধ্যমে শিক্ষাশ্রী প্রকল্প, কন্যাশ্রী,বার্ধক্য ভাতা, রূপশ্রী,কৃষক বন্ধু, সবুজ সাথী,যুবশ্রী প্রকল্প, স্বাস্থ্য সাথী,লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, গতিধারা সহ আরো অনেকগুলো সরকারি পরিষেবা পাওয়ার জন্য বিনামূল্যে পরিষেবা দিয়ে থাকেন এই অপারেটররাই। এখনো পর্যন্ত এই স্কিমের মাধ্যমে উপকৃত হয়েছেন রাজ্যের তিন কোটি ৭২ লক্ষ ৯২০১জন ব্যক্তি।
বাংলা সহায়তা কেন্দ্রতে আবেদনের জন্য কি কি ডকুমেন্ট লাগবে?
বাংলা সহায়তা কেন্দ্রতে আবেদনের জন্য যে যে ডকুমেন্টগুলো দরকার হবে সেগুলি হল:
রঙিন পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ,আধার কার্ড, Computer Training Certificate, Voter Card, Birth Certificate, সাক্ষর, জাতিগত সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট। এগুলির স্ক্যান করা ছবি (50KB সাইজের মধ্যে) প্রথমে সেভ করে রাখতে হবে।
বাংলা সহায়তা কেন্দ্রে আবেদনের যোগ্যতা কি?
এই স্কিমে আবেদন করতে গেলে অবশ্যই আপনাকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। আপনার কোনো কম্পিউটার ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। ১৮ থেকে ৪০ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। তপশিলি জাতী ও উপজাতির প্রার্থীদের জন্য তিন বছরের ছাড় দেওয়া হয়েছে।
বাংলা সহায়তা কেন্দ্রে কিভাবে আবেদন করবেন?
- বাংলা সহায়তা কেন্দ্রে আবেদন করতে গেলে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- প্রথমে https://bsk.wb.gov.in এই লিংকে যেতে হবে।
- এরপর Apply Now অপশনে ক্লিক করুন,একটি অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হবে।
- Post Information এ আপনার জেলায় স্থানীয় তিনটি ব্লকের নাম সিলেক্ট করে নিতে হবে।
- আপনার একটি পাসপোর্ট সাইজের ছবি এবং একটি স্ক্যান করা সিগনেচার আপলোড করতে হবে।
- আবেদনকারীর নাম ,বাবার নাম, জন্ম তারিখ দিতে হবে।
- ধর্ম এবং ব্লাড গ্রুপ সিলেক্ট করতে হবে। এরপর কাস্ট এবং বিবাহের স্ট্যাটাস সিলেক্ট করতে হবে। কোন জাতিগত সংশাপত্র থাকলে সেটিরও স্ক্যান করা ছবি আপলোড করতে হবে।
- এরপর আপনার সম্পূর্ণ ঠিকানাটি আপডেট করতে হবে।
- আপনার মোবাইল নম্বর, প্যান কার্ড নম্বর, কন্টাক্ট নম্বর, আধার নম্বর সবগুলো ফাঁকা জায়গায় লিখে পূরণ করতে হবে।
- এরপর শিক্ষাগত যোগ্যতায় কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কি পাশ করেছেন, আপনার ডিভিশন কি, এবং কত পারসেন্ট নাম্বার পেয়েছেন সেগুলো দিয়ে পূরণ করতে হবে।
- লেটেস্ট টেকনিক্যাল কোয়ালিফিকেশন দিতে হবে।
- আগে যদি কোন কাজ করার অভিজ্ঞতা থাকে ,সেটি উল্লেখ করতে হবে।।
- আবেদনকারী কোন ভাষায় কথা বলতে এবং লিখতে পারেন সেটি সিলেক্ট করতে হবে।
- এরপর পরপর সমস্ত ডকুমেন্টগুলো আপলোড করে “I have read and agree to the declaration” সিলেক্ট করে সাবমিট করতে হবে।
বাংলা সহায়তা কেন্দ্র প্রকল্পের বেতন কত?
সঠিকভাবে না জানা গেলেও ধারণা করা যায় যে এই প্রকল্পে প্রতি মাসে ১৩ হাজার টাকা করে দেওয়া হয়। তবে এর বেতন মাসে ১০ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত হতে পারে।
বাংলা সহায়তা কেন্দ্রর যোগাযোগ মাধ্যম:
কন্টাক্ট নাম্বার (টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট দের জন্য): +91 33 2214-0027
Email, E-Wallet Queries এর জন্য: support.bsk14524@sbi.co.in
ইমেইল এড্রেস: bskpmu@gmail.com
কন্টাক্ট নাম্বার (E-Wallet Technical Assistance):
AGM SIB Branch: 9674712509
DBM SIB Branch: 9674712520
বাংলা সহায়তা কেন্দ্র এর ঠিকানা:
Personnel & Administrative Reforms & e- Governance Department নবান্ন (Nabanna), 7th floor, 325 শরৎ চ্যাটার্জি রোড, শিবপুর, হাওড়া, পিন কোড:- 711102। ফোন নাম্বার:– +91 33 2214-0027
বাংলা সহায়তা কেন্দ্র সম্পর্কে আরো কিছু জানার জন্য উপরের ফোন নাম্বার গুলিতে ফোন করে আরো বিশদ তথ্য জানতে পারেন। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বিভিন্ন বেকার ছেলে-মেয়েদের বেকারত্ব কমে। বিভিন্ন প্রকল্প সাধারণ মানুষের কাছে পোঁছে দিতে এই বাংলা সহায়তা কেন্দ্রের ভূমিকা গুরুত্বপূর্ণ।