HomeE365প্রতিমাসে একটা করে ফ্ল্যাট কেনার মতো আয়, মজার ছলে ভিডিও বানিয়েই সাফল্যের...

প্রতিমাসে একটা করে ফ্ল্যাট কেনার মতো আয়, মজার ছলে ভিডিও বানিয়েই সাফল্যের শীর্ষে মুর্শিদাবাদের বিলটার।

বহু মানুষ আছেন যারা ছকে বাঁধা পড়াশোনার জীবনে না গিয়েও, নিজেদের প্যাশন ফলো করে এবং কর্মের জেরে বাস্তব জীবনের সফল হন। আজকে এই প্রতিবেদনে এমনই একজন মানুষের সম্পর্কে জানানো হবে।

আজকে যার কথা জানাতে চলেছি, তিনি একসময় ছিলেন একজন মুরগি ব্যবসায়ী, বর্তমানে তিনি একজন সফল ইউটিউবার (Bilter Official YouTube)। মজার ছলে ভিডিও বানিয়েই বহু টাকা উপার্জন করছেন মুর্শিদাবাদের এক ইউটিউব বিলটার শেখ।

বিলটার শেখের মুরগির ব্যবসা। তবে মজার ছলেই কিছু মজার ভিডিও বানিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়তে তার ফলোয়ার সংখ্যা প্রায় ৭০ লক্ষ।

বিলটার শেখের বাড়ি মুর্শিদাবাদ এর বেলডাঙায়।বয়স ৪০ এর কাছাকাছি। বেলডাঙার বাজারেই রয়েছে তার একটি মুরগির দোকান। বেলডাঙ্গা স্টেশন থেকে দু কিলোমিটার দূরে রয়েছে তার মুরগির দোকান। কাক ভোরে উঠে সকাল আটটার সময় তিনি দোকান খোলেন এবং বেলা দুটো পর্যন্ত বিক্রি করেন মুরগির মাংস। কাজ শেষ করে গুছিয়ে বাড়ি ফিরতে ফিরতে বেজে যায় বেলা তিনটে। তারপর খেয়েদেয়ে আবার বেরিয়ে যান।

সারাদিনের একঘেয়ে কাজকর্ম ছেড়ে যখন শরীরে ক্লান্তি নেমে আসত, তখন একঘেয়ে রুটিন ছেড়ে একটু বেরিয়ে অন্য কিছু করতে চেয়েছিলেন বিল্টার। তখনই তিনি শুরু করেন মজার ভিডিও বানানো। এখন সেই ভিডিও বানানো থেকেই তিনি প্রত্যেক মাসে মোটা অংকের টাকা উপার্জন করছেন।

তিনি প্রথম ভিডিওটি বানিয়েছিলেন কেবলমাত্র মজার ছলে। এখন তার সাবস্ক্রাইবার (Subscriber) সংখ্যা প্রায় 6 লক্ষ। এতটা সাফল্যের মুখ দেখেও তিনি তার পুরনো পেশা ছাড়েননি। এখনো প্রত্যেকদিন সকালে তিনি দোকান খোলেন এবং মুরগির মাংস কেটে দুপুরে বাড়ি ফেরেন।

প্রথমে তিনি পাড়ার কয়েকজন ছেলে মেয়েকে নিয়ে ভিডিও বানানো শুরু করেন। ভিডিওর ভিউজ রাতারাতি হুড়মুড় করে বাড়তে থাকে। ইউটিউবের (YouTube) পাশাপাশি ফেসবুকেও (Facebook) তার ভিডিওর Views সংখ্যা কয়েক লক্ষ ছাড়িয়ে যেতে থাকে। আস্তে আস্তে ফেমাস হয়ে যান তিনি। পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের মানুষদের কাছে তার ভিডিও পৌঁছে যেতে থাকে দিনে দিনে।

তাকে যখন ইনকাম এর ব্যাপারে জিজ্ঞেস করা হয়, তখন তিনি সরাসরি আয় সম্পর্কে বলেননি তবে একটি কথা তিনি বলেছেন, ‘‘টাকার অঙ্ক বলব না। এটা ইউটিউব পলিসি। তবে যা আয় হয়, বহরমপুরে প্রতি মাসে একটা করে ফ্ল্যাট কেনা যাবে।

স্কুলের গণ্ডি পার না করেও বর্তমানে তিনি একজন সফল ব্যক্তি ইউটিউবের জগতে। নিজের প্যাশন ফলো করলে এবং কঠোর পরিশ্রম করলে যে কেউই সফল হতে পারে – তার অন্যতম একটি উদাহরণ মুর্শিদাবাদের বিলটার শেখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular