HomeJob updatesJobs Update: ১টি ওয়েবসাইট থেকেই পাবেন ১৩ হাজারেরও বেশি চাকরি, নতুন...

Jobs Update: ১টি ওয়েবসাইট থেকেই পাবেন ১৩ হাজারেরও বেশি চাকরি, নতুন পদক্ষেপ ভারত সরকারের।

প্রত্যন্ত অঞ্চলে যে সকল মানুষ গুলো বসবাস করেন, তারা অনেক সুবিধা থেকে বঞ্চিত হন এবং সঠিক তথ্য পান না অনেক সময়।তারা সরকারি প্রকল্প ও বিভিন্ন সরকারি চাকরির(Govt. Jobs) খোঁজ খবরও পাচ্ছেন না এবং নানান সরকারি নথিও তৈরি করতে পারছেন না। এই প্রত্যন্ত অঞ্চলের জনগণের কথা চিন্তা করে
সরকার একটা ওয়েবসাইট খুলেছেন। যার সাহায্যে ঘরে বসেই আমরা সব তথ্য সম্পর্কে জানতে পারবো। প্রত্যন্ত অঞ্চলের মানুষরা অনেক সময় এই সব ওয়েবসাইটের বিষয়ে জানতে পারেন না,বা তারা সঠিক খোঁজ পান না।ফলে তারা সরকারি অনেক প্রকল্পের সুবিধা পাচ্ছেন না এবং সরকারি নথি সহ বিভিন্ন কাজ তারা করতে পারছেন না। শহরে থাকলে মানুষ সেই সকল সুবিধা পাচ্ছে, কিন্তু এই সকল প্রত্যন্ত অঞ্চলের মানুষরা মনে করতে গেলে অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছেন এবং পিছিয়ে পড়ছেন। এই জন্য সরকার সেই সকল মানুষদের সুবিধার্থে ওয়েবসাইট খুলেছেন। যে ওয়েবসাইটে ১৩,৩৫০ টি কাজের খোঁজ মিলবে। ওয়েবসাইট টি হলো services.india.gov.in।
এই ওয়েবসাইটটি প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে অনেক সহজলভ্য একটি মাধ্যম।
ফলে সরকারি কাজ গুলো করা মানুষের কাছে সহজ হয়ে উঠবে।

See also  7th পে কমিশন অনুযায়ী বাড়বে কেন্দ্রের কর্মচারীদের বেসিক পে, বড় ঘোষণা কেন্দ্রের।

পদ্ধতি:

এর জন্য আপনাকে আধার কার্ড প্যান কার্ড লিঙ্ক করতে হবে এবং সাথে জন্মের শংসাপত্র, ট্যাক্সের বিস্তারিত তথ্য দিতে হবে।আর এই সকল কিছুর জন্য বার বার আপনাকে কোনো সরকারি দপ্তরে যেতে হবে না।

এই একটি ওয়েবসাইটে শুধু চাকরির খোঁজ নয় এছাড়াও পাওয়া যাবে বিভিন্ন সরকারি কাজের বিস্তারিত অনেক তথ্য, যার দ্বারা প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা যথেষ্ট উপকৃত হবেন।

উদাহরন:

ধরুন আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে চান । তাহলে প্রথমে services.india.gov.in এই ওয়েবসাইট এ গিয়ে ডান পাশে থাকা All category বোতামে ক্লিক করুন। এরপর পাসপোর্টের জন্য আবেদন করার জন্য আপনাকে যে পরিষেবাগুলি নিতে হবে, ভিসা এবং পাসপোর্টে ক্লিক করুন। এখন Apply Online Passport এ ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি পাসপোর্ট পরিসেবার অফিশিয়াল পোর্টালে পৌঁছে যাবেন। সেখান থেকেই আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।

এই ওয়েবসাইট টি সরকার কেবল মানুষের সুবিধার্থে করেছেন। যার দ্বারা মানুষ যথেষ্ঠ উপকৃত হতে পারেন,বিভিন্ন সরকারি নথির কাজ এবং চাকরির বিভিন্ন সঠিক তথ্য পেতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular