HomeJob updatesকোনো লিখিত পরীক্ষা ছাড়াই WTL-এ নিয়োগ! মাস গেলে মিলবে মোটা বেতন। জানুন...

কোনো লিখিত পরীক্ষা ছাড়াই WTL-এ নিয়োগ! মাস গেলে মিলবে মোটা বেতন। জানুন বিস্তারিত।

WTL অর্থাৎ Webel Technology Limited হল পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ একটি সংস্থা। সম্প্রতি এখানে প্রকাশিত হলো চুক্তিভিত্তিক ভাবে বিভিন্ন বিভাগের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। ইচ্ছুক হয়ে থাকলে অবশ্যই পুরো প্রতিবেদনটি পড়ুন সমস্ত বিষয়ে বিস্তারিত জানার জন্য। (WTL Recruitment 2023)

নোটিশ নং:

WTL/P&AR-SSD/ADVT/23-01

1. পদের নাম:

Senior Software Developer

শূন্যপদ:

এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা:

i) এখানে আবেদন করার জন্য প্রার্থীদের Computer Science/IT বিষয়ে নূন্যতম 60% নম্বর সহ MCA অথবা BE/B.Tech/M.Sc করে থাকতে হবে।
ii) এছাড়াও প্রার্থীর সংশ্লিষ্ট ক্ষেত্রে নূন্যতম 3 বছরের অভিজ্ঞতা (Work Experience) থাকতে হবে।

বয়সসীমা:

আবেদনকারী প্রার্থীদের বয়স 36 বছরের মধ্যে হতে হবে।

See also  হলদিয়া শিল্পাঞ্চল অঞ্চলের ইন্ডিয়ান ওয়েলের পক্ষ থেকে প্রকাশিত হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, জানুন বিস্তারিত।

মাসিক বেতন:

নিযুক্ত ব্যক্তিকে মাসিক 75,000 টাকা করে বেতন দেওয়া হবে।

কাজের সময়সীমা:

প্রার্থীকে 2 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে।

2. পদের নাম:

Senior Software Developer

শূন্যপদ:

বিজ্ঞপ্তিতে জানানো না হলেও জানা গেছে যে এখানে মোট 2 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা:

i) এখানে আবেদন করার জন্য প্রার্থীদের Computer Science/IT বিষয়ে MCA অথবা BE/B.Tech/M.Sc তে নূন্যতম 60% নম্বর প্রাপ্ত হতে হবে।
ii) এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে নূন্যতম 5 বছরের অভিজ্ঞতা (Work Experience) থাকতে হবে।

বয়সসীমা:

প্রার্থীদের বয়স 40 বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন:

নিযুক্ত ব্যক্তিকে মাসিক 75,000 টাকা করে বেতন দেওয়া হবে।

কাজের সময়সীমা:

প্রার্থীকে 1 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে।

3. পদের নাম:

Data Entry Operator

শূন্যপদ:

এখানে মোট 3 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা:

i) এখানে আবেদন করার জন্য প্রার্থীদের গ্র্যাজুয়েট (Graduate) হতে হবে।
ii) প্রার্থীদের এর সাথেই কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট (Certificate in Computer Application) থাকতে হবে।
iii) এছাড়াও প্রার্থীর সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা (Work Experience) থাকতে হবে।

বয়সসীমা:

আবেদনকারী প্রার্থীদের বয়স 40 বছরের মধ্যে হতে হবে।

See also  নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, জানুন বিস্তারিত।

মাসিক বেতন:

নিযুক্ত ব্যক্তিকে মাসিক 25,000 টাকা করে বেতন দেওয়া হবে।

কাজের সময়সীমা:

প্রার্থীকে 2 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে।

4. পদের নাম:

Senior Software Developer

শূন্যপদ:

এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা:

i) এখানে আবেদন করার জন্য প্রার্থীদের Computer Science/IT বিষয়ে নূন্যতম 60% নম্বর সহ MCA অথবা BE/B.Tech/M.Sc করে থাকতে হবে।
ii) এছাড়াও প্রার্থীর সংশ্লিষ্ট ক্ষেত্রে নূন্যতম 5 বছরের অভিজ্ঞতা (Work Experience) থাকতে হবে।

বয়সসীমা:

আবেদনকারী প্রার্থীদের বয়স 40 বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন:

নিযুক্ত ব্যক্তিকে মাসিক 75,000 টাকা করে বেতন দেওয়া হবে।

কাজের সময়সীমা:

প্রার্থীকে 2 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি:

i) এখানে আবেদন করা যাবে অনলাইনে(Online)।
ii) আবেদন করার জন্যে অফিসিয়াল নোটিশটি (Official Notice) ডাউনলোড করে নিতে হবে সবার আগে।
iii) এবার নোটিশের 4 নং পাতাতে আবেদনপত্রটি (Application Form) পাবেন।
iv) এবারে আবেদন পত্রের ফর্মটি প্রিন্ট (Print Out) করিয়ে পূরণ করতে হবে।
v) আবেদনপত্র পূরণের পরে প্রার্থীকে নিজেদের প্রয়োজনীয় নথি, ছবি এবং সাইন (Important Documents, Photograph and Signature) সংযুক্ত করে একটি পিডিএফ (PDF) বানাতে হবে এবং সেই পিডিএফ টি নির্দিষ্ট মেল আইডিতে (Mail ID) পাঠিয়ে দিতে হবে।

See also  দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত।

ই-মেল আইডি:

career@wtl.co.in

নিয়োগ পদ্ধতি:

সরাসরি ইন্টারভিউয়ের (Direct Interview) মাধ্যমে এখানে প্রার্থীদের নির্বাচিত করা হবে।

আবেদনের সময়সীমা:

31/08/2023 তারিখ পর্যন্ত এখানে আবেদন করা যাবে।

নিয়োগ সংক্রান্ত আরো তথ্যের জন্য প্রার্থী ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular