HomeEducation NewsWEF: ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সমীক্ষায় চাঞ্চল্যকর ইঙ্গিত, ভারতের আগামী ৫ বছর চাকরির...

WEF: ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সমীক্ষায় চাঞ্চল্যকর ইঙ্গিত, ভারতের আগামী ৫ বছর চাকরির বাজারে চলবে তোলপাড়।

কোভিড পরিস্থিতি শুরু হবার সময় থেকেই সারা বিশ্বের অর্থনীতির টালমাটাল অবস্থা শুরু হয়েছে। চাকরির বাজার ক্রমশ সংকুচিত হচ্ছে। মানুষজনের আর্থিক অবস্থাও নিম্নগামী। এরই মধ্যে সারা বিশ্বের চাকরির বাজারে আগামী ৫ বছরে কি হতে চলেছে তার ইঙ্গিত দিলো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের(WEF)। একটি সমীক্ষায় মাধ্যমে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (World Economic Forum) এই তথ্য প্রকাশ করেছে। ৮০৩টি সংস্থার সমীক্ষা রিপোর্টকে এক করে এই রিপোর্ট প্রকাশ করেছে বিশ্ব ইকোনমিক ফোরাম। ভারতের চাকরির বাজারে আগামী ৫ বছরে কি হতে চলেছে তাও উল্লেখ করা হয়েছে এই রিপোর্টে।

রিপোর্ট অনুযায়ী বিশ্বের চাকরির বাজারে আগামী ৫ বছর ধরে মন্থন চলবে। অনেক মানুষ কাজ হারাবেন আবার অনেক নতুন কর্মসংস্থান ও হবে। কাজ পাওয়া ও কাজ হারানোর হেরফের হবে প্রায় ২৩% , এদের মধ্যে কাজ হারানোর সংখ্যাই বেশি হবে। আরতের ক্ষেত্রে এই পার্থক্য হবে ২২% প্রায়।

চাকরি বাজারে যে মন্থন চলবে তার ১০.২% হবে চাকরি বৃদ্ধি। চাকরি হারাবেন ১২.৩%। এই হিসাবে বিশ্বজুড়ে ১৪ মিলিয়ন মানুষ কাজ হারাতে চলেছেন।

চাকরি হারানোর সংখ্যা বাড়তে চলেছে কেনো?

রিপোর্ট অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তা তথা আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স এবং অত্যাধুনিক যন্ত্রাংশর ব্যবহার এর কারণেই অনেক মানুষ কাজ হারাবেন বলে বলা হয়েছে।

ভারতের ক্ষেত্রে এই রিপোর্টে বলা হয়েছে যে দেশের প্রায় ৬১% কম্পানি ESG মানদণ্ডে তাদের কর্মসংস্থান বৃদ্ধির কথা ভাবছে। Digitalization এবং নতুন প্রযুক্তি গ্রহণ করার পথে এগোচ্ছে বেশিরভাগ কম্পানি। এতে করে কর্মসংস্থান যেমন বাড়বে, তেমনই কাজ হারাবেন বহু মানুষ।

কোভিড পরিস্থিতির চাপে পড়ে অনেকেই তাদের চাকরি হারিয়েছেন। অনেকেই আবার নতুন কোনো পেশা বেছে নিয়েছেন। টিকে থাকার লড়াইতে নতুন পথ বেছে নিতে হয়েছে বিশ্বের বহু মানুষকেই। ছোট ও মাঝারি অনেক কম্পানি হারিয়ে গেছে এরই মধ্যে। আগামী ৫ বছরে যে মন্থন আসতে চলেছে চাকরির বাজারে, তা সত্যিই উদ্বেগজনক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular