HomeNewsকলকাতার Wipro অফিসে 'বেকারত্বের বাস্তব ছবি' দেখলো বঙ্গবাসী।

কলকাতার Wipro অফিসে ‘বেকারত্বের বাস্তব ছবি’ দেখলো বঙ্গবাসী।

২০২০ সালে এসেছিল মারণরোগ কোভিড( Deadly Disease COVID)। শিক্ষা থেকে কর্মক্ষেত্র, সবকিছুতেই প্রভাব ফেলেছিল সে। বিশ্ব জুড়ে শুরু হয় অর্থাভাব। ছাঁটাই হয় বহু কর্মচারী। তথ্য-প্রযুক্তিগত কোম্পানিগুলি আসে এই ছাঁটাইয়ের শিরোনামে। তলানিতে ঠেকেছে কর্মসংস্থানের সুযোগ। এতদিন ধরে প্রচ্ছন্নভাবে সেই চিত্র বহু জায়গায় দেখা যাচ্ছিল আর এবার তারই চিত্র দেখা গেলো খোদ তিলোত্তমার বুকেই।

নেটদুনিয়াতে (Internet World) আগুনের মত ছড়িয়ে পড়েছে একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে যে মহানগরীর Wipro Office এর বাইরে বেকারত্বের জ্বালায় ভিড় জমাতে দেখা গিয়েছে হাজার হাজার চাকরিপ্রার্থীকে। চাকরি বাজারের দুরবস্থা এমনই যে সামান্যতম রোজগারের আশাতেও মানুষ সব ধরনের কাজ করতে তৎপর হচ্ছে।

দিনের পর দিন সরকারি চাকরি আশার আলো কমে আসছে। ভরসা তাই এখন শুধু বেসরকারি চাকরি(Non Government Job)। কিন্তু সেখানেও যে অগুনতি চাকরির সুযোগ রয়েছে এমনটা নয়। আর তারই প্রমাণ দিলো কলকাতার Wipro Office এর বাইরে বেকারত্বের জ্বালায় থাকা লম্বা লাইন। নেট মাধ্যমে রীতিমতো ভাইরাল সেই ভিডিও।

বিগত কয়েক বছর ধরে চলছে চাকরির বাজার মন্দা।চাকরির আবেদনে কিছু আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) দেখতে অবাক হতে হয় রীতিমতো। Group D পদের চাকরিতে আবেদন জানাচ্ছেন Phd ডিগ্রি অর্জনকারী। কোথাও আবার বনদপ্তরের সামান্য বনরক্ষকের চাকরিতে Phd অর্জনকারী ব্যক্তির আবেদন দেখা যাচ্ছে। আবার কোথাও সামান্য শূন্যপদের জন্যও বেসরকারি অফিসে ভিড় করেন হাজারো চাকরিপ্রার্থী(Job Seekers)। চাকরির প্রহসন চলছে দিকে দিকে।

সম্প্রতি Twitter এ প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে যে টুইটারে শেয়ার হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি বেসরকারি সংস্থা Wipro তে ভিড় জমিয়েছেন অগুনতি চাকরিপ্রার্থীরা। পুরুষ ও মহিলা নির্বিশেষে পিঠে ভারী ব্যাগ এবং হাতে ফর্ম ভর্তি ফাইল নিয়ে ভিড় করে দাঁড়িয়ে আছেন Interview এর জন্য। সেই ভিড় এতটাই উপচে পড়ছে যে ভিড় সামলাতে নাজেহাল নিরাপত্তারক্ষীরাও(Security Guard)!

Viral Video Link:

পোস্টদাতা অভিষেক কর (Abhishek Kar) ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, “দশ হাজারেরও বেশি চাকরিপ্রার্থী ওয়াক-ইন ইন্টারভিউয়ের জন্য উইপ্রো অফিসের বাইরে। চাকরির বাজার মোটেও ভাল নয়। আপনার কী মত?” কিছু সময়ের মধ্যেই আগুনের মত ছড়িয়ে পড়েছে ভিডিয়োটি। “চাকরির বাজারের বাস্তব রুপ দেখতে পেলাম”, এই Comment করেও ভরিয়ে দিয়েছেন কেউ কেউ টুইটারের ওয়াল(Twitter Wall)।

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular