HomeEducation Newsকেনো দিল্লির রাজেন্দ্রনগরকে UPSC Exam পাশ করার সেরা মন্দির বলা হয়? জানুন...

কেনো দিল্লির রাজেন্দ্রনগরকে UPSC Exam পাশ করার সেরা মন্দির বলা হয়? জানুন আসল কারণ।

দিল্লির রাজেন্দ্রনগর(Rajendranagar of Delhi), দিল্লির অন্যান্য সকল অংশের চেয়ে এটি একটু বেশি বিশেষ। এটিকে বর্তমানে UPSC Exam এ উত্তীর্ণ (UPSC Exam Crack) হবার জন্য সেরা মন্দির বলা হয়ে থাকে। কিন্তু কেনো এই নামকরণ? আসুন জানা যাক এর পেছনের গোপন রহস্য। (Why Rajendranagar in Delhi is called the best temple to clear UPSC Exam?)

দিল্লির এই এলাকাটি বর্তমানে ২০ এবং তার বেশি বয়সী যুবক যুবতীদের আবাসস্থলে পরিণত হয়েছে। দিল্লির অনেক অংশেই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Competitive Exams) জন্য প্রস্তুতি দেওয়া হয় কিন্তু তাদের মধ্যে এই স্থানটি বিশেষ।এই অঞ্চলটি প্রধানত UPSC Exam এ উত্তীর্ণ হবার (to Pass) প্রস্তুতির জন্যই বিখ্যাত। এখানে শিক্ষার্থীরা অন্যদের কাছ থেকে ভীষণ ভালো প্রশিক্ষণ (Training) লাভ করে তাঁদের Union Public Service Commission অর্থাৎ সংক্ষেপে UPSC পরীক্ষার জন্য। কী কী বিশেষত্ব আছে এই কলেজের তা জেনে রাখুন।

১) Eco System সুযোগ সুবিধা:

অন্যান্য Coaching Centre গুলোর মতোই এটিও খোলা হয়েছিলো পড়ুয়াদের স্বার্থে। কিন্তু অন্য Institute এর থেকে পৃথকভাবে এটি গড়ে তোলা হয়েছে Eco System কে মাথায় রেখে অর্থাৎ এটি একটি সম্পূর্ণ Eco System সুযোগ-সুবিধা প্রদান করে যা দিল্লির অন্যান্য জায়গার প্রতিযোগীদেরকেও চুম্বকের মতো (Like Magnet) এখানে আসার জন্য আকর্ষণ (Attract) করে।

এখানে শিক্ষারত এক শিক্ষার্থী জিসানের কথায় যেমন এই প্রতিষ্ঠানের পরিবেশ বান্ধবতা, থাকার সুব্যবস্থা, পড়াশোনার জন্য লাইব্রেরী এবং যত্ন সহকারে শিক্ষকদের পড়ানোর প্রসঙ্গ উঠে এসেছে।

২) শিক্ষাগত কেন্দ্র:

Byju’s এবং Vedantu এর মত Learning Apps বছরের পর বছর ধরে চলছে। সবাই কমবেশি জানেন যে এই পড়াশোনার জন্য তৈরি অ্যাপ্লিকেশনগুলি (Application) কতটা বিখ্যাত। কিন্তু আপনি জেনে যেটি অবাক হবেন সেটি হলো যে Byju’s এবং Vedantu ও রাজেন্দ্রনগরে (Rajendranagar) তাদের শাখা বিস্তার করছে শিক্ষার্থীদের জন্য।

৩) সাংস্কৃতিক বৈচিত্র্য:

Civil Service একটি আন্তর্জাতিক স্তরের পরীক্ষা এবং এই পরীক্ষা নিয়ে প্রস্তুতিপর্বে (Preparation Stage) রয়েছেন যে পড়ুয়ারা তাঁরা স্বাভাবিক ভাবেই বিভিন্ন প্রদেশ থেকে এসেছেন। বিভিন্ন ভাষা, বিভিন্ন জাতির মিলনস্থান হয়ে দাঁড়িয়েছে এই কেন্দ্র। আপনি যে জায়গা থেকেই আসুন না কেনো, আপনি এই কেন্দ্রের শিক্ষাব্যবস্থা এবং পরিবেশের প্রেমে পড়তে বাধ্য।

৪) নিরাপত্তাব্যবস্থা:

রাজেন্দ্রনগরে (Rajendranagar) রয়েছে বিশেষ নিরাপত্তা (Special Security) ব্যবস্থা। এর নিরাপত্তার (Security) ফাঁক দিয়ে মাছি বেরোনোর উপায় পাবেনা। এমনই তার নিরাপত্তা। এত বেশি সংখ্যক ছাত্রছাত্রীকে একসাথে বেঁধে রেখেছে এই প্রতিষ্ঠান। ভবিষ্যতের (Future) দিশা দেখাচ্ছে।

স্বাভাবিকভাবেই এই কেন্দ্র সকলের মন্দির, UPSC Exam এর সেরা মন্দির।

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular