ইন্টারনেটের দুনিয়ায় সবথেকে চারটি বড় সংস্থা হল Google, Apple, Meta এবং Microsoft। সম্প্রতি একটি প্রতিবেদনে এই চারটি সংস্থার বেতনের(Salary Package) বিষয়টি উঠে এসেছে। বলা হয়েছে বিশ্বের প্রধান এই চারটি সংস্থা অন্যান্য যেকোনো কোম্পানির তুলনায় ইঞ্জিনিয়ারদের বেশি বেতন দেয়। চলুন দেখে নেওয়া যাক কোন কোম্পানি থেকে কত টাকা বেতন দেওয়া হয় এবং বেতন দেবার শীর্ষে কে আছে।
ব্লাইন্ড(Blind) সংস্থার মতে মেটা এবং google অন্যান্য বড় বড় প্রযুক্তি সংস্থাগুলির তুলনায় তাদের সংস্থায় কর্মরত সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের অনেক বেশি বেতন দেয়। একই সাথে তারা দাবি করেছে microsoft এবং অ্যাপেল কোম্পানিতে নতুন ইঞ্জিনিয়ারদের খুবই কম বেতন দেওয়া হয়। এই সংস্থার প্রতিবেদনে গত বছর অর্থাৎ 2022 সালের জানুয়ারি মাস থেকে চলতি বছর অর্থাৎ 2023 সালের আগস্ট মাস পর্যন্ত বেতনের পরিসংখ্যান প্রকাশ পেয়েছে।
প্রতিবেদনের নাম আছে Amazon সংস্থারও। বলা হয়েছে আমাজন সংস্থাও তাদের ইঞ্জিনিয়ার কর্মীদের অনেক টাকা বেতন দিয়ে থাকে। তবে ইঞ্জিনিয়ারদের পদোন্নতি পেতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। এই সংস্থায় মোট বেতনের বিন্যাস বিভিন্ন কর্মীদের জন্য বিভিন্ন রকম হতে পারে।
আইফোন(Iphone) নির্মাতা সংস্থা অ্যাপেল এর বেতন উল্লেখ রয়েছে এই প্রতিবেদনে। বলা হয়েছে অ্যাপেল(Apple) কোম্পানির সামগ্রিক বেতন অন্যান্য প্রযুক্তি নির্ভর সংস্থাগুলির বেতনের তুলনায় অনেকটাই কম। তবে এই কোম্পানি কর্মীদের পদ এবং বেতনের সীমা ন্যায্যভাবে বন্টন করে থাকে।
এদিক থেকে উচ্চ বেতন দিয়ে থাকে গুগল সংস্থা। তবে নিম্ন পদে কর্মরত থাকা কোন ব্যক্তির বেতন অবশ্যই উচ্চ পদে কর্মরত কোন ব্যক্তির বেতনের সমান হবে না। সম্প্রতি একজন ইঞ্জিনিয়ারের দাবি ভাইরাল হয়েছে। তিনি গুগলের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি দাবি করেছেন দিনে মাত্র 1 ঘন্টা কাজ করেই বছরে প্রায় ১৫০ হাজার ডলার বা প্রায় 1.2 কোটি টাকা উপার্জন করা যায়। এই দাবি নিয়ে সম্প্রতি শোরগোল শুরু হয়ে গেছে বিভিন্ন মহলে।
দ্রুত পদোন্নতি পাওয়া কোম্পানিগুলির তালিকা রয়েছে Facebook Whatsapp এবং Instagram এর মূল সংস্থা মেটা। এখানে কর্মরত কর্মীরা খুব দ্রুত পদোন্নতি পেয়ে থাকেন এবং তারা উচ্চহারে বেতন পান।
মাইক্রোসফট কোম্পানিতে কর্মরত সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরও(Software Engeneer) বিভিন্ন রকম কাজের স্তর রয়েছে। সেই অনুযায়ী তাদের বেতন দেওয়া হয়। তবে দাবি করা হয়েছে, তাদের বেতন অন্যান্য সংস্থাগুলির তুলনায় অনেকটাই কম।