HomeJob updatesFood SI পরীক্ষার জন্য কোন কোন বই পড়বেন? জানুন সিলেবাস এবং অন্যান্য...

Food SI পরীক্ষার জন্য কোন কোন বই পড়বেন? জানুন সিলেবাস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়।

বহুদিন ধরে রাজ্যের চাকরি প্রার্থীরা রাজ্যের ফুড সাব ইন্সপেক্টর(WB Food SI Exam) পরীক্ষার জন্য অপেক্ষা করে আসছিলেন। অবশেষে সমস্ত চাকরির প্রার্থীদের অপেক্ষার অবসান হয়ে পাবলিক সার্ভিস কমিশনের (PSC) পক্ষ থেকে ফুড এস আই পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। West Bengal Public Service Commission 22/08/2023 তারিখে Food Si Recruitment 2023 নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে।

যে কোন পরীক্ষায় সাফল্য অর্জন করার জন্য সেই পরীক্ষার সিলেবাস, গতবারের প্রশ্নপত্র, কোন চ্যাপ্টার থেকে কতগুলো করে প্রশ্ন এসেছে এবং সামনে কি কি প্রশ্ন আসতে পারে সেই বিষয়ে জ্ঞান থাকা জরুরী। তাছাড়া সিলেবাসের সাথে সামঞ্জস্যপূর্ণ বই থাকাটাও অত্যন্ত প্রয়োজন।

সামনেই রাজ্যের ফুড সাব ইন্সপেক্টর পদে নিয়োগের পরীক্ষা রয়েছে। বাজারে ফুড সাব-ইন্সপেক্টর পদে পরীক্ষার জন্য অনেক বই রয়েছে, তার মধ্যে ভরসাযোগ্য বই বাছাই করা অত্যন্ত সমস্যার একটি বিষয়। এজন্য অবশ্যই নির্ভরযোগ্য একটি বা দুটি বই ছাত্রছাত্রীদের বেছে নেওয়া প্রয়োজন। আজকে এই প্রতিবেদনে সেই বইগুলির(WBPSC Food SI Book List 2023) সম্পর্কে বলা হবে।

প্রথমে জেনে নিন ফুড সাব ইন্সপেক্টর পদে নিয়োগের পরীক্ষার সিলেবাস কি (WBPSC FOOD SI Syllabus 2023)

  • জেনারেল স্টাডিজ (General Studies)- ৫০ নম্বর
  • পাটিগণিত (Arithmetic)- ৫০ নম্বর
See also  7th পে কমিশন অনুযায়ী বাড়বে কেন্দ্রের কর্মচারীদের বেসিক পে, বড় ঘোষণা কেন্দ্রের।

১. জেনারেল স্টাডিজ(General Studies)

কারেন্ট অ্যাফেয়ার্স:

ভারতের ভূগোল (Indian Geography)
ভারতের অর্থনীতি (Indian Economy)
ভারতের ইতিহাস (Indian History)
খেলাধুলা (Sports)
ভারতের রাজনীতি ও শাসন ব্যবস্থা (Indian Polity)
আর্ট এন্ড কালচার (Arts and Culture)

২. পাটিগণিত (Arithmetic)- 50 নম্বর

সময় ও কার্য (Time and Work)
সরলীকরণ (Simplification)
নল ও চৌবাচ্চা (Pipe & Cisterns)
ঘড়ি (Clock)
গড় (Average)
ক্যালেন্ডার (Calendar)
নৌকা ও স্রোত (Boats and Streams)
সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ (Simple Interest and Compound Interest)
মিশ্রণ (Mixture)
ল.সা.গু ও গ.সা.গু (LCF and LCM)
অংশীদারি কারবার (Partnership Business)
শতকরা (Percentage)
সময় ও দূরত্ব (Time and Distance)
অনুপাত সমানুপাত (Ratio and Proportion)
লাভ ও ক্ষতি (Profit and Loss)

জেনারেল স্টাডিজ/নলেজ এর জন্য কোন বই পড়বেন?

জেনারেল নলেজ – তরুণ গোয়েল, এবং
জেনারেল নলেজ – তপতী পাবলিশার্স এই বই দুটি জেনারেল নলেজ বা জেনারেল স্টাডিজ এর জন্য ছাত্র-ছাত্রীদের জন্য বেস্ট হবে।

অংকের জন্য কোন বই পড়বেন?

পাটিগণিত:

Quantitative Aptitude – আরএস আগারওয়াল
Competitive Mathematics – সুবীর দাস

এছাড়া তপতী পাবলিশার্সের Food & Supply Sub-Inspector বইটি পড়তে পারেন।

See also  নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, জানুন বিস্তারিত।

বিগত বছরগুলিতে Food Si Recruitment পরীক্ষায় অংক এবং GI এর কোন অধ্যায় থেকে কতগুলো প্রশ্ন এসেছিল, তার একটি তালিকা তৈরি করেছেন পলাশ ধর। সেই অনুযায়ী গত বছরগুলির Food Si এর Math এবং GI এর বিষয়ভিত্তিক প্রশ্নের সংখ্যা দেখুন।

1) Number System বা সংখ্যাতত্ত্ব:

২০১৮: ৪ টি
২০১৪: ৫ টি

2) Decimal & Fraction বা দশমিক ও ভগ্নাংশ:

২০১৮: ১ টি
২০১৪: ০ টি

3) LCM-HCF:

২০১৮: ৩ টি
২০১৪: ৩ টি

4) Unitary Method বা ঐকিক নিয়ম:

২০১৮: ১ টি
২০১৪: ২ টি

5) Percentage বা শতকরা:

২০১৮: ৩ টি
২০১৪: ৪ টি

6) Ratio-Proportion বা অনুপাত-সমানুপাত:

২০১৮: ১ টি
২০১৪: ২ টি

7) Average:

২০১৮: ১ টি
২০১৪: ৪ টি

8) Age Related Problems:

২০১৮: ৩ টি
২০১৪: ২ টি

9) Profit & Loss বা লাভ ও ক্ষতি:

২০১৮: ৫ টি
২০১৪: ৬ টি

10) Simple Interest:

২০১৮: ৩ টি
২০১৪: ৫ টি

11) Compound Interest বা চক্রবৃদ্ধি সুদ:

২০১৮: ০ টি
২০১৪: ০ টি

See also  হলদিয়া শিল্পাঞ্চল অঞ্চলের ইন্ডিয়ান ওয়েলের পক্ষ থেকে প্রকাশিত হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, জানুন বিস্তারিত।

12) Partnership বা অংশীদারি কারবার:

২০১৮: ২ টি
২০১৪: ৪ টি

13) Time and Work বা সময় ও কার্য:

২০১৮: ৪ টি
২০১৪: ১ টি

14) Pipe & Cistem বা পাইপ ও চৌবাচ্চা:

২০১৮: ১ টি
২০১৪: ০ টি

15) Time, Speed & Distance:

২০১৮: ৩ টি
২০১৪: ২ টি

16) Problem based on Race:

২০১৮: ১ টি
২০১৪: ০ টি

17) Problem on Train:

২০১৮: ৩ টি
২০১৪: ১ টি

18) Boats and Stream:

২০১৮: ১ টি
২০১৪: ১ টি

19) Mixture & Allegation:

২০১৮: ১ টি
২০১৪: ০ টি

20) Mensuration (2D):

২০১৮: ০ টি
২০১৪: ৫ টি

21) Simplification:

২০১৮: ৫ টি
২০১৪: ০ টি

22) Basic Problem:

২০১৮: ০ টি
২০১৪: ২ টি

23) Reasoning:

a) Clock:

২০১৮: ১ টি
২০১৪: ০ টি

b) Calendar:

২০১৮: ১ টি
২০১৪: ০ টি

c) Number Series:

২০১৮: ১ টি
২০১৪: ০ টি

লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে ফুড সাব ইন্সপেক্টর পদে নিয়োগ হয়। লিখিত পরীক্ষার জন্য সমস্ত বিষয়গুলি এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular