HomeEducation Newsকবে হতে চলেছে FOOD SI-এর পরীক্ষা? জানা গেল সম্ভাব্য তারিখ।

কবে হতে চলেছে FOOD SI-এর পরীক্ষা? জানা গেল সম্ভাব্য তারিখ।

বহুদিন ধরে রাজ্যের চাকরি প্রার্থীরা রাজ্যের ফুড সাব ইন্সপেক্টর(WB Food SI Exam) পরীক্ষার জন্য অপেক্ষা করে আসছেন। অবশেষে সমস্ত চাকরির প্রার্থীদের অপেক্ষার অবসান ঘটিয়ে পাবলিক সার্ভিস কমিশনের (PSC) পক্ষ থেকে ফুড এস আই পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল 22/08/2023 তারিখে। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে এবং বহু সংখ্যক পরীক্ষার্থীরা এই পরীক্ষার জন্য আবেদন করেছেন।

কর্মসংস্থানে প্রকাশিত একটি খবর অনুযায়ী ফুড সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা (Food SI Exam Date 2024) হতে চলেছে আগামী বছরের ১৪ই জানুয়ারি। এ কারণে ছাত্রছাত্রীদের হাতে রয়েছে খুবই কম সময়। অক্টোবর মাস সবে শুরু হয়েছে। হাতে রয়েছে আর মাত্র সাড়ে তিন মাস। তারপরেই প্রায় 13 লক্ষ পরীক্ষার্থীদের সাথে লড়াইতে নামতে হবে প্রত্যেক পরীক্ষার্থীদের।

দেখা গেছে এই বছর ফুড এসআই পদে মোট শূন্যপদ রয়েছে ৪৮০ টি, তবে ১৩ লক্ষেরও বেশি চাকরিপ্রার্থী Food SI পদের জন্য আবেদন করেছেন। সে ক্ষেত্রে পরীক্ষা খুব একটা সহজ হচ্ছেনা। প্রায় ১৩ লক্ষ পরীক্ষার্থীদের মধ্যে কম্পিটিশন হয়ে মাত্র ৪৮০ জনই যোগ্য হিসেবে নির্বাচিত হবেন এবং চাকরিতে নিযুক্ত হবেন।

যে কোন স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক উত্তীর্ণ হলেই আবেদন করা যায় এই পরীক্ষার জন্য। দুটি ধাপের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হয়। প্রথমে একটি ১০০ নম্বরের লিখিত পরীক্ষা হয়, যেখানে MCQ ভিত্তিক প্রশ্ন থাকে। উত্তীর্ণ প্রার্থীদের একটি ইন্টারভিউ নেওয়া হয়, যেটির পূর্নমান ২০। সেই ভিত্তিতেই যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হয়।

গত ২৩ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে এত সংখ্যক আবেদন(Food SI Applications) জমা পড়েছে। শেষবার ২০১৮ সালে এই নিয়োগের পরীক্ষা হয়েছিল। তারপর দীর্ঘ পাঁচ বছর পর আবার ফুড সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ হতে চলেছে। ২০১৮ সালের পর মধ্যবর্তী সময়ে করোনাভাইরাস তার থাবা বসিয়েছিল। বহু মানুষ কর্মচ্যুত হয়েছেন, মানুষের জীবনযাত্রায় অনেক বদল এসেছে। এজন্য সরকারি চাকরি পাওয়ার তাগিদ আগের থেকে অনেকটাই বেশি। এই কারণেই এত সংখ্যক আবেদনপত্র জমা পড়েছে বলে মনে করা হচ্ছে। তাই স্বাভাবিকভাবে পরীক্ষার্থীর সংখ্যাও অনেকটাই বেশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular