HomeEducation NewsSummer Vacation: স্কুলে গরমের ছুটির শেষ কবে? শিক্ষা দপ্তরের কাছে উত্তর চাইলো...

Summer Vacation: স্কুলে গরমের ছুটির শেষ কবে? শিক্ষা দপ্তরের কাছে উত্তর চাইলো পর্ষদ।

প্রবল দাবদাহের (Heat Wave) জন্য অন্য বছরের তুলনায় অনেকটাই আগে স্কুলে ছুটি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Bandopadhyay)। গরমের ছুটি যেখানে মে মাসের মাঝামাঝিতে পরে, সেখানে অতিরিক্ত গরমের জন্য মে মাসের ২ তারিখেই স্কুলে ছুটি ঘোষণা করা হয়। গরমের ছুটি দেবার পরে দীর্ঘ একমাস কেটে গেছে।

স্বাভাবিকভাবেই স্কুল ছুটির (Summer Vacation in School) সাথে সাথেই থেমে গেছে পঠন-পাঠন। বাচ্চাদের মধ্যে এত দীর্ঘ ছুটির (Very Long Vacation) কারণে পড়ার ইচ্ছেটাও কমে আসছে স্বাভাবিকভাবেই। স্কুল বারবার খোলার (School Opening) কথা বললেও ফের গরমের কারণে ছুটি আর তাতে দুশ্চিন্তা জাগছে অভিভাবকদের মধ্যে।

আদৌ গরমের ছুটির শেষ কবে হবে স্কুলে? তারই উত্তর চেয়ে শিক্ষা দপ্তরকে চিঠি পাঠালো মধ্যশিক্ষা পর্ষদ(Madhya Sikkha Parshd)। উল্লেখ্য যে, চলতি বছরের এপ্রিল মাসের শেষের দিক হতেই অস্বাভাবিক গরম পরে রাজ্যজুড়ে। শুরু হয় প্রচন্ড তাপপ্রবাহের (Heat Wave) রমরমা। এই অবস্থায় পড়ুয়াদের কথা চিন্তা করেই গরমের ছুটির দিন অনেকটাই এগিয়ে এনে ২রা মে করে রাজ্য সরকার। সেইমত বিজ্ঞপ্তিও (Official Notification) প্রকাশিত হয়।

See also  উচ্চমাধ্যমিক পাশ করে কোন কোন পেশাকে বেছে নিতে পারেন ভবিষ্যতের জন্য, জানুন।

তবে সেই বিজ্ঞপ্তিতে স্কুল খোলার দিনের কথা লেখা ছিলোনা। গত ৫ই জুন গরমের ছুটি কাটিয়ে স্কুল খোলার কথা উঠলেও ফের তাপপ্রবাহের (Savare Heat Wave) কারণে ছুটি দেওয়া হয় এবং তার সময়সীমা ১৪ই জুন অবধি করা হয়। কিন্তু আদৌ কি সেদিন খুলবে স্কুল? অনিশ্চয়তা দেখা দিচ্ছেই! এবার তাই বাধ্য হয়েই উত্তর চেয়েছে মধ্যশিক্ষা পর্ষদ(Madhya Sikkha Parsad)।

সূত্র অনুযায়ী জানা গেছে যে, পর্ষদের ক্যালেন্ডার অনুযায়ী ৪ঠা জুন পর্যন্ত গরমের ছুটি (Summer Vacation) থাকে। ৫ই জুন থেকে খুলে যায় স্কুল। চলতি বছরে ওইদিন থেকেই স্কুল না খোলার কারণেই উত্তর চেয়েছে পর্ষদ।

পর্ষদের অধিকর্তাদের মতে, দীর্ঘ এক মাস স্কুল বন্ধ থাকায় পঠন-পাঠনের দিক থেকে খুব স্বাভাবিক ভাবেই পিছিয়ে পড়ছে পড়ুয়ারা। এই কারণে আর সময় নষ্ট করতে চায়না পর্ষদ। দ্রুত স্কুল খুলতে (School Opening) চায় তারা। অন্যদিকে শিক্ষা দফতর সূত্রে খবর, আগামী দু-একদিনের মধ্যেই গরমের ছুটির পর স্কুল খোলা নিয়ে সিদ্ধান্ত (Final Decision) নেওয়া হবে।

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular