HomeEducation NewsSchool Summer Vacation: ফের বেড়ে চলেছে গরম।তাহলে কি ফের গরমের ছুটি বাড়তে...

School Summer Vacation: ফের বেড়ে চলেছে গরম।তাহলে কি ফের গরমের ছুটি বাড়তে চলেছে রাজ্যে?

গরম কিছুতেই কমছে না। জুন মাসের প্রথম সপ্তাহ প্রায় শেষ, তবুও বৃষ্টির দেখা নেই এবং গরমের ও কমার সম্ভাবনা দেখা যাচ্ছে না। রাজ্য জুড়ে এখনো জারি তাপপ্রবাহের সতর্কতা(Warning of Heat Wave)। এই রকম অবস্থায়, যেখানে দিনের বেলা তো দূরের কথা; বিকেলেও রোদ(Sun) না যাওয়া অবধি মানুষ বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন সেখানে স্কুল খোলা নিয়ে এখন শোরগোল পরে যাচ্ছে

মাঝে মাঝে হালকা ঝিরঝিরে বৃষ্টি(Rain) দেখা দিলেও গরম কমছেনা। বেড়েই চলেছে সে। এমতাবস্থায় বাচ্চাদের স্কুল খোলা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন (Question Mark) দাঁড়িয়ে গেছে। প্রসঙ্গত বলা যায় যে, কিছুদিন আগেই শিক্ষা দফতরের (Education Department) তরফ থেকে ঘোষণা করা হয় যে আগামী ৫ই জুন থেকে খুলে যাচ্ছে সেকেন্ডারি স্কুল ও ৭ই জুন থেকে খুলে যাচ্ছে প্রাইমারি স্কুল। কিন্তু গরমের রেশ বাড়তে থাকায় মুখ্যমন্ত্রীর(CM) নির্দেশে ফের বাড়ানো হয় গরমের ছুটির (Summar Vacation) মেয়াদ।

গরমের ছুটির মেয়াদ বৃদ্ধি করে ১৪ই জুন পর্যন্ত করা হয় অর্থাৎ আগামী ১৫ই জুন স্কুল খোলার নির্দেশিকা জারি হয়েছে। কিন্তু বাইরে বেরোলেই সূর্যের দাবদাহ এবং এখনো অবধি গরম কমার কোনো লক্ষণ নেই। এখনো পর্যন্তদেখা নেই বর্ষারও।

See also  দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত।

শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও (North Bengal) জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। এদিকে বঙ্গে বর্ষা কবে আসবে তা এখনও সঠিকভাবে জানাতে পারছে না আবহাওয়া দপ্তর। এবছর বর্ষা আসতে বিলম্ব হতে পারে বলেও মনে করা হচ্ছে। গরম কবে কমবে তার ব্যাপারেও বলতে পারছেন না।

আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে একমাত্র ভারী বৃষ্টিপাত হলে তবেই এই গরম কমতে পারে। কিন্তু সেই ভারী বর্ষণের দেখা কবে মিলবে তার কোনো হদিস পাওয়া যায়নি। হাওয়া অফিস জানাচ্ছে যে, আরও বেশ কিছু দিন এই অস্বস্তি বজায় থাকবে। রোদ না উঠলেও অস্বস্তি ভাব বজায় থাকবে। সেক্ষেত্রে স্কুলের গরমের ছুটি আবার বাড়বে কিনা তার সদুপোত্তর মেলেনি তবে ছুটি বাড়বে বলেই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। যদিও সবটাই এখনো আলোচনাসাপেক্ষ।

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular