মহিলা চাকরি প্রার্থীদের (Female Job Seekers) জন্য সুখবর। সম্প্রতি আসানসোল গ্রাম পঞ্চায়েতের তরফে প্রকাশিত হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার বাসিন্দা হলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে। (West Bengal Rural Development Vacancy 2023)
নিয়োগ বোর্ড:
জেলা মিশন ব্যবস্থাপনা ইউনিট এবং পল্লী উন্নয়ন
পোস্টের নাম:
Community Resources Person
শূন্যপদের সংখ্যা:
10টি।
যোগ্যতা:
i) আবেদনকারীকে অবশ্যই মহিলা (Female) হতে হবে এবং স্ব-সহায়ক গোষ্ঠীর সদস্য হতে হবে।
ii) প্রার্থীদের যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি প্রাপ্ত (Graduation Degree) হতে হবে।
iii) প্রার্থীর সংশ্লিষ্ট ক্ষেত্রে নুন্যতম দুই বছরের কাজের অভিজ্ঞতা (Work Experience) এবং Computer সম্পর্কে সাধারণ জ্ঞান (Basic Knowledge) থাকতে হবে।
iv) প্রার্থীর অবশ্যই Smartphone ব্যবহারে দক্ষতা (Capabilities) থাকতে হবে।
বয়সসীমা:
i) প্রার্থীর বয়স সর্বোচ্চ 45 বছরের মধ্যে হতে হবে।
ii) সংরক্ষিত শ্রেণীর (Reserved Category) প্রার্থীরা বয়সের ক্ষেত্রে সরকারি নিয়মে কিছুটা ছাড় পাবেন।
আবেদন ফি:
কোনোরকম আবেদন মূল্য লাগবে না।
নির্বাচন প্রক্রিয়া:
i) Written Test
ii) Group Task
iii) Interview
এর মাধ্যমে নিয়োগ করা হবে যোগ্য প্রার্থীদের।
আবেদন প্রক্রিয়া:
i) আবেদন করা যাবে শুধুমাত্র অফলাইনে(Offline)।
ii) প্রথমে প্রার্থীকে পশ্চিমবঙ্গ গ্রামীণ উন্নয়ন নিয়োগ দপ্তরে প্রকাশিত বিজ্ঞপ্তিটি (Notice) পড়ে নিতে হবে।
iii) এরপরে বিজ্ঞপ্তিতে পাওয়া আবেদনপত্রটি ডাউনলোড (Download the Application) করে নিয়ে যথাযথ তথ্য সহকারে পূরণ করে নিতে হবে।
iv) আবেদনপত্রটি পূরণ করার পরে তথ্য সমেত আবেদনপত্রটি বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দিষ্ট ঠিকানায় (Address) পাঠিয়ে দিতে হবে।
আবেদনের শুরুর তারিখ :
31/08/2023
আবেদনের শেষ তারিখ :
14/09/2023
পরীক্ষার তারিখ:
পরে জানিয়ে দেওয়া হবে।
অ্যাডমিট কার্ড ডাউনলোডের (Admit Card Download) তারিখ :
পরীক্ষার তারিখের 10 দিন আগে।
নিয়োগ স্থান:
Paschim Bardhaman (Pandabeswar Block)
নিয়োগ সংক্রান্ত আরো তথ্যের জন্য যোগাযোগ করুন ওয়েবসাইটে(Website)।
Important Link:
Official Website: Click Here
-Written by Riya Ghosh