HomeJob updatesWBPSC-এর মাধ্যমে রাজ্যের কৃষি দপ্তরে শতাধিক কর্মী নিয়োগ, বিস্তারিত জানুন।

WBPSC-এর মাধ্যমে রাজ্যের কৃষি দপ্তরে শতাধিক কর্মী নিয়োগ, বিস্তারিত জানুন।

চাকরী প্রার্থীদের (Job Seekers) জন্য সুখবর। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (West Bengal Public Service Commission) দ্বারা WBPSC সহকারী পরিচালক কৃষি নিয়োগ 2023 এর নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি যদি এই পদের জন্য আবেদনে ইচ্ছুক হোন এবং সমস্ত খুঁটিনাটি বিষয়ে বিস্তারিত জানতে চান, তবে এই প্রতিবেদনটি খুব ভালো ভাবে পড়ুন। (WBPSC Recruitment)

নিয়োগ বোর্ডের নাম:

WBPSC (West Bengal Public Service Commission)

পদের নাম:

সহকারী কৃষি পরিচালক

শূন্যপদের সংখ্যা:

১২২টি।

কাজের মেয়াদ:

স্থায়ী চাকরি

বয়সসীমা:

i) সাধারণ শ্রেণীর (General Category) প্রার্থীরা ৩৬ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন।
ii) সংরক্ষিত শ্রেণীর (Reserved Category) প্রার্থীরা বয়সের ক্ষেত্রে কিছুটা ছাড় পাবেন।

আবশ্যিক যোগ্যতা:

প্রার্থীদের যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে চার বছরের ডিগ্রি কোর্সসহ কৃষি বিষয়ে স্নাতক ডিগ্রি (Graduation Degree) সম্পন্ন করে থাকতে হবে।

বেতনক্রম:

i) নিযুক্ত প্রার্থীদের কাজের শুরুতে বেতন দেওয়া হবে প্রতিমাসে ৫৬,১০০/- এবং পরে তার পরিমাণ কাজের অভিজ্ঞতার (Experience) ভিত্তিতে বৃদ্ধি পেতে পারে এবং তা ৬৬,৬৯৮/- টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
ii) বেতন ছাড়াও প্রার্থীদের DA এবং Medical খরচ বাবদ অর্থ দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া:

i) আবেদন করা যাবে অনলাইনে(Online)।
ii) সবার প্রথমে প্রার্থীকে WBPSC এর অফিশিয়াল ওয়েবসাইটে (Official Website) গিয়ে প্রকাশিত Assistant Director of Agriculture Recruitment 2023 বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ুন।
iii) এবার Registration করার জন্য ওয়েবসাইটটিতে নিজের Account এ Login করুন।
iv) এবারে আপনার সামনে দেওয়া Application Form টিতে নিজের নথি দিয়ে পূরণ করুন এবং নথিগুলি Scan করে Upload করুন।
v) এবারে আবেদন ফি জমা দিয়ে আবেদন প্রক্রিয়া (Application Process) সম্পন্ন করুন।

আবেদন ফি:

i) সাধারণ শ্রেণীর (General Category) প্রার্থীদের জন্য আবেদন ফি বাবদ ২১০/- টাকা ধার্য করা হয়েছে।
ii) সংরক্ষিত শ্রেণীর (Reserved Category) প্রার্থীদের কোনোরকম আবেদন ফি লাগবে না।

নিয়োগ প্রক্রিয়া:

i) লিখিত পরীক্ষা(Written Exam)
ii) ব্যক্তিত্ব পরীক্ষা(Personality Test)
এই দুটি পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।

নিয়োগ স্থান:

পশ্চিমবঙ্গের যেকোনো জেলা(Any District of West Bengal)।

আবেদনের শুরুর তারিখ :

25/07/2023

আবেদনের শেষ তারিখ :

17/08/2023

বর্তমানে আবেদন চলছে। আবেদনে ইচ্ছুক হলে তাড়াতাড়ি করুন। আরো বিস্তারিত তথ্যের জন্য অফিশিয়াল ওয়েবসাইটে (Official Website) গিয়ে বিজ্ঞপ্তিটি (Notification) দেখতে পারেন।

Important Links:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular