রাজ্যের পূর্ব বর্ধমান (Purba Burdwan) জেলার Health and Family Welfare Department এর তরফে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, National Health Mission এর তরফে মোট তিন ধরনের শূন্যপদে নিয়োগ কর্মী নিয়োগ করা হবে এখানের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রগুলিতে। সম্পূর্ণ চুক্তিভিত্তিক এই কাজের জন্য আবেদন প্রক্রিয়া সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।
নোটিশ নং:
3427
নোটিশ প্রকাশের তারিখ:
31.07.2023
1. পদের নাম:
Block Public Health Manager
শূন্যপদ:
মোট 4 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা:
i) ইচ্ছুক প্রার্থীদের Life Science এবং Management বিষয়ে Degree বা Diploma অর্জনকারী হতে হবে।
ii) প্রার্থীর অবশ্যই Computer এ দক্ষতা থাকতে হবে।
iii) প্রার্থীর যদি Public Health এ কাজের অভিজ্ঞতা (Work Experience) থাকে তাহলে তাঁকে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা:
আবেদনের জন্য আবেদনকারীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
বেতনক্রম:
নিযুক্ত ব্যক্তিকে মাসিক 35,000 টাকা করে বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি:
i) Qualification
ii) Computer Test and
iii) Interview এর মাধ্যমে বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীকে।
2. পদের নাম:
Medical Officer (Medicine, Paediatrics, G & O)
শূন্যপদ:
এখানে 3 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা:
প্রার্থীর যদি MBBS গ্র্যাজুয়েট এবং সংশ্লিষ্ট বিষয়ে MD ডিগ্রি থাকে তবেই এখানে আবেদন করা যাবে।
বয়সসীমা:
যাঁদের বয়স সর্বোচ্চ 67 বছরের মধ্যে, তাঁরা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম:
সপ্তাহে 3 দিন কাজের জন্য দৈনিক 3,000 টাকা বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি:
এখানে প্রার্থীদের যে ভাবে নম্বর দেওয়া হবে: MBBS Marks (Final Examination) -80%, PG degree-10, Experience-10
3. পদের নাম:
Block Data Manager
শূন্যপদ:
মোট 3 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা:
i) আবেদনকারীর যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট (Graduate) এবং কম্পিউটারে ডিগ্রি বা ডিপ্লোমা (Degree or Diploma in Computer) করে থাকতে হবে।
ii) এছাড়াও প্রার্থীর 3 বছরের ডাটা রেকর্ডিংয়ের (Data Recording) কাজের অভিজ্ঞতা (Work Experience) থাকতে হবে।
বয়সসীমা:
21 থেকে 40 বছরের মধ্যে সমস্ত যোগ্য প্রার্থী এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম:
মাসিক 22,000 টাকা করে বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি:
i) Qualification এবং
ii) Interview এর মাধ্যমে নিয়োগ হবে।
আবেদন পদ্ধতি:
i) আবেদন করা যাবে শুধুমাত্র অফলাইনে(Offline)।
ii) এর জন্য প্রথমে প্রার্থীকে ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করিয়ে (Download the Application Form and Print Out) ফিলাপ করতে হবে।
iii) এর সাথে সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি (Important Documents and Colouring Passport Size Photo) একটি খামে ভরে, নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
iv) এছাড়াও সাথে আবেদন মূল্যের একটি ডিমান্ড ড্রাফট (Demand Draft) পাঠাতে হবে।
আবেদন মূল্য:
i) Unreserved, EWS এবং OBC : 100 টাকা
ii) বাকিদের জন্য 50 টাকা করে আবেদন মূল্য ধার্য করা হয়েছে এখানে।
আবেদন পাঠানোর ঠিকানা:
The Chief Medical Officer of Health,
Bankura, Tamlibandh, Patpur Road,
Post+Dist- Bankura 722101
গুরুত্বপূর্ণ নথি:
- 1. Birth Certificate
- 2. Residencial Certificate
- 3. Experience Certificate
- 4. Passport Size Photograph
আবেদন পাঠাবার শেষ দিন:
18/08/2023
নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটে (Official Website) গিয়ে দেখতে পারেন।
Important Link:
Official Website: Click Here
-Written by Riya Ghosh