HomeJob updatesরাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে চাকরির সুযোগ! মাসিক বেতন 15 হাজার...

রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে চাকরির সুযোগ! মাসিক বেতন 15 হাজার টাকা। জেনে নিন বিস্তারিত।

রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের (West Bengal Health and Family Welfare Department) তরফে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সম্প্রতি। বিজ্ঞপ্তিটি জারি হয়েছে রাজ্যের পূর্ব বর্ধমান জেলার সাব ডিভিশনে। মাস গেলে পাবেন মোটা টাকার মাইনে। চুক্তিভিত্তিক এই নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া সহ অন্যান্য বিষয়ে জেনে নিন বিস্তারিত।

নোটিশ নং:

759/DH&FWS

নোটিশ প্রকাশের তারিখ:

13/10/2023

পদের নাম:

  • i) Block Programme Coordinator
  • ii) ASHA

শূন্যপদ:

চারটি মহকুমা মিলিয়ে এখানে 17 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা:

i) আবেদনকারী প্রার্থীদের Social Science/ Sociology/ Social Anthropology/ Social Work (MSW)/Business Administration (MBA)/Economics/Rural Development/Mass Communication বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি (Master Degree) অর্জন করে থাকতে হবে।

অথবা,

প্রার্থীদের উপরোক্ত যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি (Graduation Degree) সহ কোনো Health Project এ 2 বছরের কাজের অভিজ্ঞতা (Experience) থাকতে হবে।

ii) প্রার্থীদের অবশ্যই MS Office এবং Internet সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।

See also  7th পে কমিশন অনুযায়ী বাড়বে কেন্দ্রের কর্মচারীদের বেসিক পে, বড় ঘোষণা কেন্দ্রের।

বয়সসীমা:

আবেদনকারীদের বয়স সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে হতে হবে।

মাসিক বেতন:

নিযুক্ত প্রার্থীদের মাসিক 15,000 টাকা করে বেতন হিসেবে দেওয়া হবে।

আবেদন পদ্ধতি:

  • i) আবেদন করা যাবে শুধুমাত্র অফলাইন (Offline) মাধ্যমে।
  • ii) আবেদনের জন্য প্রথমে প্রার্থীকে ওয়েবসাইটে গিয়ে প্রকাশিত বিজ্ঞপ্তিটি ডাউনলোড (Download) করে নিতে হবে এবং বিজ্ঞপ্তির 4 নং পাতায় পাওয়া আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে।
  • iii) আবেদনপত্রটি পূরণ করার পরে প্রার্থীকে নিজের দুই কপি ছবি এবং সই সহ আবেদনপত্রটি ও সমস্ত জরুরি তথ্য একসাথে যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে।

নিয়োগ পদ্ধতি:

  • i) Educational Qualification
  • ii) Experience
  • iii) Written Exam (50 marks)
  • iv) Interview (25 marks)

আবেদন জমা দেওয়ার ঠিকানা:

সংশ্লিষ্ট মহকুমার সাব ডিভিসনাল (Sub Divisional) অফিসারের অফিসে আবেদন জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা:

আগামী 24/11/ 2023 তারিখের বিকেল 5 টা পর্যন্ত আবেদন করা যাবে।

Important Links:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular