HomeJob updates645টি শূন্যপদে রাজ্যে Group-C পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন চলছে। বিস্তারিত জানুন।

645টি শূন্যপদে রাজ্যে Group-C পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন চলছে। বিস্তারিত জানুন।

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। প্রায় ৬৪৫টি শূন্যপদে রাজ্যের গ্রুপ সি নিয়োগের(West Bengal Group-C Recruitment) একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিভিন্ন রাজ্যের জন্য আলাদা সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে। এটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি স্থায়ী সরকারি চাকরি।

পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকেই ছেলে এবং মেয়েরা উপযুক্ত যোগ্যতা সম্পন্ন হলে শূন্যপদগুলির জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীদের লেভেল ৬ পে কমিশন অনুযায়ী বেতন দেওয়া হবে।

পশ্চিমবঙ্গের গ্রুপ সি পদে নিয়োগের শিক্ষাগত যোগ্যতা, শূন্যপদ, আবেদন পদ্ধতি, কোন জেলায় কতগুলি পদ রয়েছে ইত্যাদি বিষয়গুলি জানার জন্য প্রতিবেদনটি বিস্তারিত দেখুন।

পদের নাম-

লাইব্রেরিয়ান।

মোট শূন্যপদ-

৬৪৫ টি।

কোন জেলায় কত শূন্য পদ আছে?

নদিয়া:37
দার্জিলিং:৪
মুর্শিদাবাদ:36
মালদা:29
পুরুলিয়া:30
উত্তর 24 পরগনা:60
বাঁকুড়া:31
দক্ষিণ 24 পরগনা:52
কোচবিহার:34
হাওড়া:36
জলপাইগুড়ি:18
হুগলি:52
বীরভূম:38
ঝাড়গ্রাম:17
পশ্চিম বর্ধমান:23
পশ্চিম মেদিনীপুর:40
পূর্ব বর্ধমান:55
পূর্ব মেদিনীপুর:44
কালিম্পং:5

মাসিক বেতন-

Pay Level ৬ অনুযায়ী প্রতিমাসে বেতন দেওয়া হবে ২২৭০০ টাকা থেকে ৫৮৫০০ টাকা।

আবেদন শুরু-

৩১/৫/২০২৩

আবেদন শেষ-

১৫/০৬/২০২৩

বয়সসীমা-

বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত জাতিভুক্ত প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।

আবশ্যিক যোগ্যতা-

  • উচ্চ মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে।
  • লাইব্রেরী এন্ড ইনফরমেশন সাইন্স এর সার্টিফিকেট থাকতে হবে।
  • প্রার্থীকে অবশ্যই বাংলা ভাষা জানতে হবে।
  • কম্পিউটার অপারেটিং সম্পর্কে ধারণা থাকতে হবে।

নিয়োগ পদ্ধতি-

লিখিত পরীক্ষা, একাডেমিক স্কোর, কম্পিউটার টেস্ট, ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। প্রার্থীদের অভিজ্ঞতা থাকলে ভালো হয়, তবে অভিজ্ঞতা না থাকলেও চলবে।

আবেদন মূল্য-

এখানে আবেদন করার জন্য কোনোরকম আবেদন ফি লাগবেনা। অনলাইনে আবেদন করা যাবে আবেদন ফি ছাড়াই।

আবেদন পদ্ধতি-

যে সমস্ত জেলার তরফ থেকে নিয়োগ করা হবে, সেই সমস্ত জেলার অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনও পক্রিয়া অনলাইনের মাধ্যমে করতে হবে।

Important Links

Official Notification:
1. https://lib.nadiaonline.in/
2. https://lib.recruitmentmurshidabad.in/
3. https://puruliawb.in/librarian/prl/application/
4. https://dlobnk.in/dmeels/index.php
5. http://www.dlo.coochbeharwb.in/
6. https://lib.dmjalpaigurirecruitment.in/
7. https://librecruitmentbirbhum.in/
8. https://rectlibrlpsmbdn.in/
9. https://rectlibrlprbbdn.in/
10. https://kalimpong.gov.in/
11. https://librecruitmentsiliguri.in/
12. https://maldarecruitments.org/librarian/
13. http://206.189.130.205/
14. https://s24pgs.in/dlo_recruitment/
15. https://recruitment.howrahzillaparishad.in/hwh/application/
16. https://hooghlyonline.in/dlorec2023/application/appindex.html
17. https://librarianrljgm.org/
18. https://librarianrlpasmed.org/
19. http://dlo.purbamedinipur.org/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular