HomeScholarshipস্কলারশিপ নিয়ে অভিনব উদ্যোগ নিলো রাজ্য, ছুটোছুটি করার দিন শেষ।

স্কলারশিপ নিয়ে অভিনব উদ্যোগ নিলো রাজ্য, ছুটোছুটি করার দিন শেষ।

রাজ্যের ছাত্রছাত্রীদের উন্নতির জন্য বেশ কয়েকটি প্রকল্প এনেছে রাজ্য সরকার(West Bengal Government Scheme)। তার মধ্যে অন্যতম প্রকল্প হল স্কলারশিপ সংক্রান্ত প্রকল্প। পড়াশোনার জন্য শিক্ষার্থীদের যাতে কোন রকম অসুবিধার মধ্যে না পড়তে হয় সে কারণে রাজ্য সরকারের তরফ থেকে শিক্ষার্থীদের জন্য একাধিক স্কলারশিপ প্রকল্প(WB Scholarship Programme) লঞ্চ করা হয়েছে। দরিদ্র মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য রাজ্যে আছে মেধাশ্রী স্কলারশিপ, শিক্ষাশ্রী স্কলারশিপ, প্রি ও পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ ইত্যাদি।

অনেক সময় দেখা যায় শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করার পরেও স্কলারশিপ সংক্রান্ত কোনো খবর না জানার কারণে আবেদন করতে পারেন না। ফলে ভালো রেজাল্ট করা সত্বেও অনেকে স্কলারশিপ(WB Scholarship) থেকে বঞ্চিত হন। শিক্ষার্থীদের এই সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছে রাজ্য। এবার থেকে Scholarship নিয়ে অভিনব উদ্যোগ নিলো রাজ্য, সকলেই পাবেন স্কলারশিপ।

বর্তমানে তফসিলি জাতি এবং OBC ছাত্রছাত্রীদের জন্য চারটি স্কলারশিপ প্রোগ্রাম চালু রয়েছে। পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ওবিসি পড়ুয়াদের জন্য মেধাশ্রী প্রকল্প, নবম-দশম শ্রেণী থেকে PG পড়ুয়াদের জন্য প্রি ও পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, এবং শিক্ষাশ্রী প্রকল্প।

সূত্রের খবর, এবার থেকে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর এর পক্ষ থেকে রাজ্যের প্রত্যেক পড়ুয়াকে SMS মারফত স্কলারশিপ এর আপডেট(SMS Scholarship Update) ও লিঙ্ক পাঠানো হবে। এর আগে শিক্ষার্থীদের স্কলারশিপের জন্য বিভিন্ন জায়গায় গিয়ে খোঁজ খবর নিতে হতো, সঠিক লিংক খুঁজে পেতে অসুবিধা হতো। এবার সেই সমস্যার সমাধান হতে চলেছে।

ইতিমধ্যে রাজ্যের শিক্ষা দফতরের কাছে চিঠি পাঠানো হয়েছে। ইউ-ডাইস ও এআইএসএইচই কোড আছে এমন তফসিলি ও OBC ছাত্রছাত্রীদের তালিকা চেয়ে পাঠানো হয়েছে। এরপর এই তালিকায় নাম থাকা স্কলারশিপ এর যোগ্য ছাত্র ছাত্রীদের মোবাইলে সরাসরি SMS এর মাধ্যমেই স্কলারশিপ সংক্রান্ত আপডেট ও লিঙ্ক পাঠানো হবে।

এই সিদ্ধান্তে উপকৃত হবেন অনেক পড়ুয়ারা। অনেকেই সঠিক সময়ে স্কলারশিপ সংক্রান্ত খবর পান না, ফলে মেধা থাকা সত্বেও স্কলারশিপ থেকে বঞ্চিত হতে হয় তাদের। পরবর্তীতে উচ্চশিক্ষার ক্ষেত্রেও সমস্যার সম্মুখীন হতে হয় তাদেরকে। তবে এবার থেকে এই সমস্যা একেবারেই সমাধান হয়ে যাবে, তা বলার অপেক্ষা রাখে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular