সম্প্রতি West Bengal Co-operative Service Commission এ কর্মী নিয়োগের কথা জানিয়ে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। চুক্তিভিত্তিক এই পদের জন্য পশ্চিমবঙ্গের যেকোনো বাসিন্দা করতে পারেন আবেদন। আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।
পদের নাম:
Accountant
বয়সসীমা:
আবেদনকারী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
আবশ্যিক যোগ্যতা:
i) ইচ্ছুক প্রার্থীদের যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Bachelor of Commerce অর্থাৎ B.Com ডিগ্রীপ্রাপ্ত হতে হবে।
ii) প্রার্থীর Computer এ Accountancy, Excel, MS Word জাতীয় সমস্ত বিষয়ে দক্ষতা (Capabilities) থাকা আবশ্যিক।
iii) এছাড়াও সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে প্রার্থীর নুন্যতম পাঁচ বছরের অভিজ্ঞতা (Experience) থাকতে হবে।
আবেদন পদ্ধতি:
i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
ii) আবেদনের জন্য প্রথমে প্রার্থীকে West Bengal Co-operative Service Commission এর ওয়েবসাইটে (Website) যেতে হবে।
iii) Website এ গিয়ে ‘Homepage’ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে গিয়ে দেওয়া Email ID তে আবেদনপত্র সহ সমস্ত জরুরি তথ্য Mail করতে হবে অথবা সরাসরি জমা দিতে হবে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায়।
নিয়োগ প্রক্রিয়া:
সরাসরি ইন্টারভিউয়ের (Direct Interview) মাধ্যমে প্রার্থীকে নিয়োগ করা হবে।
আবেদন শেষের তারিখ:
আগামী ৪ সেপ্টেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।
ইন্টারভিউ নেওয়ার তারিখ:
ইন্টারভিউ (Interview) নেওয়া হবে হবে ৫ সেপ্টেম্বর ঠিক সকাল সাড়ে ১১টা।
ইন্টারভিউয়ের দিন প্রয়োজনীয় নথি (Important Document) সঙ্গে নিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় ইন্টারভিউয়ের জন্য যেতে হবে।
নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ওয়েবসাইটটি (Website) দেখে নিতে পারেন।
Important Link:
Official Website: Click Here
-Written by Riya Ghosh