HomeJob updatesরাজ্যের CID দপ্তরে প্রচুর শূন্যপদে স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, অনলাইনের আবেদন চলছে

রাজ্যের CID দপ্তরে প্রচুর শূন্যপদে স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, অনলাইনের আবেদন চলছে

পশ্চিমবঙ্গের ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট(CID WB) এর পক্ষ থেকে সম্প্রতি স্টাফ নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সিআইডি তে বিভিন্ন পদে নিয়োগ(WB CID Recruitment) করা হবে। যাদের পশ্চিমবঙ্গের সিআইডি তে কাজ করার স্বপ্ন রয়েছে, তারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারেন।

ভারতের যেকোনো নাগরিক শূন্যপদগুলির জন্য আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে যে কেউ, উপযুক্ত যোগ্যতা সম্পন্ন হলে শূন্যপদগুলির জন্য আবেদন করতে পারবেন।

সিআইডিতে শূন্যপদে আবেদন করার জন্য যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

পদের নাম-

Mobile Forensic Expert
Cloud Forensic Expert
Crypto Analysts
Disk Forensic Expert
Network Forensic Expert
Malware Forensic Expert

মোট শূন্যপদ-

Mobile Forensic Expert – ২ টি
Cloud Forensic Expert – ২ টি
Malware Forensic Expert – ১ টি
Crypto Analysts – ১ টি
Disk Forensic Expert – ২ টি
Network Forensic Expert – ১ টি

মাসিক বেতন-

প্রার্থীদের প্রত্যেক মাসে ১ লক্ষ ৫০ হাজার টাকা বেতন দেওয়া হবে।

আবেদন শুরু-

০২/০৫/২০২৩

আবেদন শেষ-

১৫/০৫/২০২৩

বয়সসীমা-

বয়সসীমা সম্পর্কে কিছু উল্লেখ করা নেই।

আবশ্যিক যোগ্যতা-

IT/ Engineering Graduate/ Computer Electronics and Telecommunication/ M. Tech বিষয়ে ব্যাচেলর ডিগ্রি অথবা MCA/ BCA বিষয়ে ডিগ্রী থাকতে হবে। এছাড়া প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়গুলিতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আরও বিশদে যোগ্যতাগুলি সম্পর্কে জানতে পারবেন।

নিয়োগ পদ্ধতি-

অনলাইন টেস্ট, প্রাকটিকাল এবং ইন্টারভিউ টেস্ট এর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে ।

আবেদন মূল্য-

শূন্যপদ গুলির জন্য আবেদন করতে কোন রকম আবেদন মূল্য লাগবে না।

আবেদন পদ্ধতি-

recruitment-cidwb.in/application/form ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশনের পরে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সাবমিট করার পর আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।।

Important Links

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular