HomeJob updatesরাজ্যে প্রচুর শূন্যপদে আশাকর্মী নিয়োগ, জানুন বিস্তারিত।

রাজ্যে প্রচুর শূন্যপদে আশাকর্মী নিয়োগ, জানুন বিস্তারিত।

চাকরিপ্রার্থীদের (Job Seekers) জন্য সুখবর। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের (West Bengal Health and Family Welfare Department) তরফে সম্প্রতি প্রকাশিত হয়েছে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার বাসিন্দা হলেই আবেদন করা যাবে এই পদের জন্য। তবে শুধু মহিলারাই (Only Female Candidates) এই পদের যোগ্য। আবেদন প্রক্রিয়া সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানুন এই প্রতিবেদনের মাধ্যমে। (ASHA Karmi Recruitment in West Bengal)

পদের নাম:

ASHA Worker

মোট শূন্যপদ:

৪৬৭ টি। (প্রতিটি ব্লকের শূন্যপদ ভিন্ন। তার জন্য বিজ্ঞপ্তিটি পড়ুন)

শিক্ষাগত যোগ্যতা:

i) আবেদনকারীকে অবশ্যই মহিলা (Female) এবং সংশ্লিষ্ট ব্লকের স্থায়ী বাসিন্দা (Permanent Resident) হতে হবে।
ii) প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা নুন্যতম মাধ্যমিক পাশ (10th Pass) হতে হবে।

মাসিক ভাতা:

i) রাজ্য সরকারের বেতন কমিশনের নিয়ম অনুযায়ী আশা কর্মীদের মাসিক ভাতা বর্তমানে ৫,৫০০/- টাকা।
ii) ব্লক অনুযায়ী এই ভাতার পরিবর্তন ঘটতে পারে।

See also  নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, জানুন বিস্তারিত।

বয়সসীমা:

i) আবেদনকারীর বয়স হতে হবে ৩০ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
ii) সংরক্ষিত শ্রেণীর (Reserved Category) প্রার্থীদের ক্ষেত্রে ২২ বছর বয়স থেকেই আবেদন করা যাবে।

আবেদন পদ্ধতি:

i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
ii) প্রথমে প্রার্থীকে ওয়েবসাইটে (Website) গিয়ে দরকারি তথ্য সহকারে আবেদনপত্রটি পূরণ করতে হবে।
iii) এরপরে আবেদনপত্রটির সাথে অন্যান্য নথিপত্র (Important Documents) স্ক্যান করে আপলোড (Scan and Upload) করতে হবে।

আবেদন মুল্য:

কোনোরকম আবেদন ফি (Application Fee) লাগবে না।

আবেদনের শেষ তারিখ:

২৫ সেপ্টেম্বর, ২০২৩

নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্যের জন্য অফিশিয়াল ওয়েবসাইটে (Official Website) গিয়ে দেখতে পারেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular