HomeEducation NewsWBSU-তে লাইব্রেরি সায়ন্স নিয়ে স্নাতকে ভর্তি প্রক্রিয়া শুরু, জেনে নিন খুঁটিনাটি।

WBSU-তে লাইব্রেরি সায়ন্স নিয়ে স্নাতকে ভর্তি প্রক্রিয়া শুরু, জেনে নিন খুঁটিনাটি।

বারাসতের West Bengal State University-তে Library and Information Science বিভাগে Graduation Level এর ভর্তির জন্য প্রক্রিয়া শুরু হবে শীঘ্রই। সম্প্রতি এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (Website) প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। ভর্তির প্রক্রিয়া শুরুর আগে জেনে রাখা যাক ভর্তি সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি এই প্রতিবেদনের মাধ্যমে।

কোন বিভাগে ভর্তি করা হবে এই স্নাতক কোর্সের জন্য?

ভর্তি করা হবে বিশ্ববিদ্যালয়ের Library এবং Information Science এর এই স্নাতক কোর্সটিতে যেটি একটি Self Financed কোর্স।

কোর্সের সময়সীমা:

কোর্সটির মেয়াদ এক বছরের যা দুটি Semester এ বিভক্ত।

আসন সংখ্যা:

এই কোর্সে মোট কতগুলি আসন ফাঁকা রয়েছে, সেই বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি।

আবশ্যিক যোগ্যতা:

এখনো পর্যন্ত এই বছরের কোর্সটিতে ভর্তি হবার আবশ্যিক যোগ্যতা বিষয়ে কিছু জানা যায়নি ঠিকই তবে গত বছরের মতোই এবছরেও যোগ্যতার শর্তাবলী থাকবে বলেই মনে করা হচ্ছে। সেই যোগ্যতাগুলি হলো:

i) ইচ্ছুক পড়ুয়াদের UGC স্বীকৃত যেকোনও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি/ টেকনিক্যাল ডিগ্রি/ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি/ কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিগ্রি/ ফার্মেসির ডিগ্রি/ আইনের ডিগ্রি থাকা (Bachelor’s or Master’s Degree / Technical Degree / Engineering Degree / Computer Application Degree / Pharmacy Degree / Law Degree) আবশ্যিক।
ii) Deputed প্রার্থীদের ক্ষেত্রে স্নাতকের পর সরকারি/ সরকারি সাহায্যপ্রাপ্ত লাইব্রেরি বা প্রতিষ্ঠানে চাকরির অভিজ্ঞতা (Work Experience) থাকলে তবেই আবেদন করা যাবে ।
iii) এ ছাড়াও স্নাতকের পর লাইব্রেরি সায়েন্স বিষয়ে কোনও শংসাপত্র (Certificate about Library Science) থাকলেও আবেদন করা যাবে।

নিয়োগ প্রক্রিয়া:

পড়ুয়াদের Educational Qualification, Admission Test এবং Interview এর মাধ্যমে মেধা যাচাই (Merit Test) করে ভর্তি করা হবে।

আবেদন পদ্ধতি:

ইচ্ছুক প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (Website) গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে এই কোর্সে ভর্তির জন্য।

আবেদন পদ্ধতি শুরুর তারিখ:

আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে।

আবেদন পদ্ধতি শেষের তারিখ:

আবেদন করা যাবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

এই ভর্তির বিষয়ে আরো বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (Website of University) থেকে সঠিক সময়ে জানতে পারবেন প্রার্থীরা।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular