HomeEducation NewsWBPSC Food SI Exam 2023-এর সিলেবাস কি? জানুন

WBPSC Food SI Exam 2023-এর সিলেবাস কি? জানুন

মাধ্যমিক পাশ যোগ্যতায় পশ্চিমবঙ্গের যে সমস্ত সরকারি চাকরির পরীক্ষাতে বসা যায়, তাদের মধ্যে অন্যতম একটি পরীক্ষা হল খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদে নিয়োগের পরীক্ষা(WBPSC Food SI Exam)। বহুদিন ধরে রাজ্যের চাকরি প্রার্থীরা রাজ্যের ফুড সাব ইন্সপেক্টর(WB Food SI Exam) পরীক্ষার জন্য অপেক্ষা করে আসছিলেন। অবশেষে সমস্ত চাকরির প্রার্থীদের অপেক্ষার অবসান হয়ে পাবলিক সার্ভিস কমিশনের (PSC) পক্ষ থেকে ফুড এস আই পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। West Bengal Public Service Commission 22/08/2023 তারিখে Food SI Recruitment 2023 নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে।

এবছর খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদে নিয়োগের পরীক্ষায় মোট শূন্যপদ রয়েছে ৪৮০ টি। ধারণা করা যাচ্ছিল যে শূন্যপদ থাকবে ৭০০ এর আশেপাশে, তবে সেই তুলনায় খুব কম সংখ্যক শূন্যপদেই নিয়োগ হবে। তবে আশার কথা এই যে, অনেকদিন পর পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীরা Food SI পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছেন।

যে কোন পরীক্ষাতে বসার আগে সেই পরীক্ষার সিলেবাস সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া প্রয়োজন। আজকের এই প্রতিবেদনে আপনাদের জানানো হবে খাদ্য দপ্তরের সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের পরীক্ষার সিলেবাস সম্পর্কে বিস্তারিত।

খাদ্য দপ্তরের নিয়োগ হয় দুটি প্রক্রিয়ার মাধ্যমে। প্রথমে লিখিত পরীক্ষা হয় এবং তারপর পার্সোনালিটি টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হয়। লিখিত পরীক্ষায় ভুল উত্তরের জন্য থাকে নেগেটিভ মার্ক।

  • লিখিত পরীক্ষা (Written Examination)- ১০০ নম্বর 
  • জেনারেল স্টাডিজ (General Studies)- ৫০ নম্বর
  • পাটিগণিত (Arithmetic)- ৫০ নম্বর
  • ইন্টারভিউ (Personality Test)- ২০ নম্বর

WBPSC Food SI Syllabus 2023

এইবার Food SI পরীক্ষার সিলেবাস ২০২৩ সম্পর্কে বিস্তারে আলোচনা করা হবে। জেনারেল স্টাডিজ এবং গণিতের কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে তা নিচে দেওয়া হল।

১. জেনারেল স্টাডিজ(General Studies)- 50 নম্বর

কারেন্ট অ্যাফেয়ার্স:

ভারতের ভূগোল (Indian Geography)
ভারতের অর্থনীতি (Indian Economy)
ভারতের ইতিহাস (Indian History)
খেলাধুলা (Sports)
ভারতের রাজনীতি ও শাসন ব্যবস্থা (Indian Polity)
আর্ট এন্ড কালচার (Arts and Culture)

২. পাটিগণিত (Arithmetic)- 50 নম্বর

সময় ও কার্য (Time and Work)
সরলীকরণ (Simplification)
নল ও চৌবাচ্চা (Pipe & Cisterns)
ঘড়ি (Clock)
সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ (Simple Interest and Compound Interest)
মিশ্রণ (Mixture)
ল.সা.গু ও গ.সা.গু (LCF and LCM)
অংশীদারি কারবার (Partnership Business)
শতকরা (Percentage)
সময় ও দূরত্ব (Time and Distance)
গড় (Average)
ক্যালেন্ডার (Calendar)
নৌকা ও স্রোত (Boats and Streams)
অনুপাত সমানুপাত (Ratio and Proportion)
লাভ ও ক্ষতি (Profit and Loss)

Food SI পদে আবেদনের জন্য প্রথমে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করতে হবে। wbpsc.gov.in ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এর পূর্বে যাদের এনরোলমেন্ট অলরেডি করা আছে, তাদেরও নতুন করে রেজিস্টার করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular