HomeJob updatesFood SI-এর কাজ কি কি? মাসিক বেতন কত? ট্রেনিং, প্রমোশন কিভাবে হয়?...

Food SI-এর কাজ কি কি? মাসিক বেতন কত? ট্রেনিং, প্রমোশন কিভাবে হয়? বিস্তারিত জেনে নিন।

সম্প্রতি প্রকাশিত হয়েছে Food SI-এর নোটিফিকেশন।অধীর আগ্রহে সবাই অপেক্ষায় ছিলেন এই নোটিশের।কিন্তু আপনি কি জানেন যে এই Food SI বা Food Sub Inspector এর কি কি কাজ? কি যোগ্যতা? পদটির প্রমোশন কিভাবে হয়? জেনে নিন সমস্ত খুঁটিনাটি বিষয় এই প্রতিবেদনের মাধ্যমে।

Food SI পদের বিষয়ে সমস্ত খুঁটিনাটি নিচে বলা হলো:

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification):

এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের (State or Central Government) যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক (Madhyamik) পাশ বা সমতুল্য কোনো পরীক্ষা পাশ করে থাকতে হবে।

মাসিক বেতন (Salary):

i) Food SI পদে নিযুক্ত ব্যক্তির বেসিক বেতন (Basic Pay Level) ২২ হাজার ৭০০ টাকা।
ii) বেতন ছাড়াও নিযুক্ত ব্যক্তিকে HRA এবং DA বেসিক বেতনের সাথে যুক্ত করে মোট বেতন হিসেবে প্রতি মাসে দেওয়া হয়।

See also  নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, জানুন বিস্তারিত।

Pay Scale: 22,700 টাকা থেকে 58,775 টাকা।

ট্রেনিং-এর মেয়াদ: (Training Timing):

একজন Food Sub Inspector এর ট্রেনিং হয় ৭ থেকে ১০ দিনের।

ট্রেনিং-এর সেন্টার (Training Centre):

ট্রেনিংটি কলকাতায় করানো হয়।

এই ট্রেনিং-এ কি কি শেখানো হয়?

এই ট্রেনিং এর সময় ফুড সাব ইন্সপেক্টর (Food Sub Inspector) এর বিভিন্ন কাজ গুলির নিয়ম সম্বন্ধে ভালো করে জানিয়ে দেওয়া হয়।

Food SI এর চাকরির পোস্টিং (Food SI Job Posting):

একজন ফুড সাব ইন্সপেক্টরকে (Food Sub Inspector) তার কাজের বিশেষে পোস্টিং দেওয়া হয়। নিচে বিভিন্ন ধরনের পোস্টিংগুলির বিষয়ে জানানো হলো:

(1) হেডকোয়ার্টার পোস্টিং(Headquarter Posting):

ফুড ডিপার্টমেন্টের হেডকোয়ার্টারে (Food Department Headquarters) এই নিয়োগটি করা হয়। খুব কম সংখ্যক লোকই এখানে পোস্টিং পেয়ে থাকে।

(2) ডেপুটেশন পোস্টিং(Deputation Posting):

এই পোস্টিংটির ক্ষেত্রে ডিপার্টমেন্ট (Department) থেকে তিনটি জেলার মধ্যে যেকোনো একটি নির্বাচন করতে বলা হয় এবং জেলার নির্দিষ্ট কোন BDO অফিসে Vacancy অনুযায়ী Food SI হিসেবে নির্দিষ্ট ব্যক্তিকে পাঠানো হয়।

(3) হোম ডিস্ট্রিক্ট পোস্টিং(Home District Posting):

এই পোস্টিং এর জন্য একজন Food Sub Inspector কে ১০ থেকে ১৫ বছর চাকরি করে থাকতে হবে আগে। এত বছর ধরে চাকরি করার পরেই একজন Food SI তার ইচ্ছা অনুযায়ী নিজের জেলাতে বাড়ির কাছাকাছি পোস্টিং নিতে পারে। তবে এই পোস্টিং এর জন্য কোনো উচ্চপদস্থ কর্মকর্তার কাছে একটি অ্যাপ্লিকেশন (Application) লিখতে হয়।

See also  7th পে কমিশন অনুযায়ী বাড়বে কেন্দ্রের কর্মচারীদের বেসিক পে, বড় ঘোষণা কেন্দ্রের।

Food SI এর কাজ কী কী? (Food SI Duty Types):

ফুড SI এর ক্ষেত্রে দু ধরনের ডিউটি থাকে। সেগুলি হলো:

(1) অফিস ডিউটি(Office Duty): সকাল 10.00 টা থেকে বিকেল 5.00 টা পর্যন্ত।

কম্পিউটারে কাজ করা, কাগজপত্র এক জায়গা থেকে অন্য কোনো জায়গায় পাঠানো ইত্যাদি কাজ হয়ে থাকে।

(2) ফিল্ড ডিউটি(Field Duty): বেশিরভাগ ফুড এসআই কে এই ফিল্ড ডিউটিতে নিয়োগ করা হয়। কাজের কোন সময়সীমা নেই, যখন যেখানে প্রয়োজন সেখানে একজন Food SI কে যেতে হয়।

এছাড়া একজন ফুড সাব ইন্সপেক্টরকে (Food Sub Inspector) ফুড সেফটি (Food Safety) সংক্রান্ত বিভিন্ন কাজ করতে হয়, যেমন:

i) প্রতি সপ্তাহে একজন Food Sub Inspector কে তার অধীনে থাকা সমস্ত রেশন ডিলারের (Ration Dealer) কাছ থেকে রিপোর্ট নিয়ে তা Food Inspector এর কাছে পাঠাতে হয়।

ii) একজন Food SI কে নির্দিষ্ট সময় অন্তর অন্তর রেশন কার্ড (Ration Card) যাচাই করে সেগুলিকে বাতিল করে দিতে হয়।

iii) নতুন রেশন কার্ড ইস্যু (Card Issue) করার জন্য রিপোর্ট (Report) জমা করতে হয়।

See also  হলদিয়া শিল্পাঞ্চল অঞ্চলের ইন্ডিয়ান ওয়েলের পক্ষ থেকে প্রকাশিত হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, জানুন বিস্তারিত।

iv) কোন রেশন ডিলারের কাছে বিশৃঙ্খলা সৃষ্টি হলে তার যাচাই করা এবং ফুড ইন্সপেক্টরের (Food Inspector) কাছে এর রিপোর্ট পেশ করা।

v) বিভিন্ন রেশন ডিলাররা রেশন গ্রাহকদের ঠিকঠাক রেশন বিতরণ করছে কিনা তা দেখাশোনা করতে হয় Food SI কে।

vi) বন্যা, খরা বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় খাদ্য বিতরণ করতে হয়।

ফুড সাব ইন্সপেক্টরের ছুটি (Food SI Leave):

Ekjon Food Sub Inspector এর সাপ্তাহিক দুদিন অর্থাৎ শনিবার এবং রবিবার ছুটি থাকে। তবে হ্যাঁ, বাড়ির কাছাকাছি পোস্টিং হলে অফিসে কাজ সেরে ছুটির পর বাড়ি চলে আসা যায়।

ফুড SI এর প্রমোশন (Food SI Promotion):

(1) একজন Food Sub Inspector পরবর্তীকালে Food Inspector পদে উন্নীত হন। এর জন্য একটি অভ্যন্তরীণ ভাবে পরীক্ষা (Departmental Exam) দিতে হয়।
এছাড়াও Food SI এর প্রমোশন শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) এবং চাকরির সময়সীমার উপরেও নির্ভর করে।

(2) দীর্ঘ ৮ বছর চাকরি করার পরে একজন Food Inspector উন্নীত হন Chief Food Inspector পদে।

(3) এরপরে দীর্ঘ ১২ বছর চাকুরী জীবনের পরে Chief Food Inspector একজন Sub Divisional Controller পদে উন্নীত হন।

(4) ১০-১২ বছর পর আবারও District Controller পদে প্রমোশনের সুযোগ সুযোগ পেয়ে থাকেন।

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular