পুজোর মুখেই চাকরিপ্রার্থীদের মুখে হাসি ফোটাতে গত ১৩ই অক্টোবর তারিখে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে ক্লার্ক পদে নিয়োগের(WBPSC Clerkship Recruitment) একটি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রায় চার বছর পর প্রকাশিত হল ক্লার্কশিপ এর বিজ্ঞপ্তি। রাজ্যের চাকরি প্রার্থীরা বহুদিন ধরেই এই পরীক্ষার জন্য অপেক্ষা করে আসছিলেন। লোকসভা ভোট আর তার আগেই রাজ্যের একাধিক দপ্তরে প্রচুর সংখ্যক ক্লার্কের শূন্য পদ রয়েছে সেখানেই নতুন নিয়োগের কথা ঘোষণা করেছে পাবলিক সার্ভিস কমিশন(Public Service Commission)।
এই পরীক্ষার জন্য কারা কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, পরীক্ষা পদ্ধতি কি ইত্যাদি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো। আপনারা চাইলে গত ২০১৯ এর নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে সমস্ত বিষয়গুলি বিস্তারিত দেখে নিতে পারেন।
পরীক্ষার নাম-
WBPSC Clerkship Recruitment 2023
শূন্যপদ-
এখনো পর্যন্ত মোট কতগুলি শূন্য পদে নিয়োগ করা হবে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি তবে আশা করা যাচ্ছে বেশ কয়েক হাজার পদে নিয়োগ হতে পারে
বেতন-
পে লেবভেল ৬ অনুযায়ী কর্মীদের প্রতি মাসে ২২৭০০ টাকা থেকে ৫৮ হাজার ৫০০ টাকা বেতন দেওয়া হয়।
বয়সসীমা-
ন্যূনতম ১৮ বছর থেকে ৪০ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন। সরকারি নিয়ম মেনে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা-
নূন্যতম মাধ্যমিক পাশ করলেই এই পরীক্ষার জন্য আবেদন করা যায়। আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ ভারতের যেকোনো রাজ্য থেকেই উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পরীক্ষা পদ্ধতি-
প্রথমে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা হয়। তারপর রচনাধর্মী প্রশ্নের একটি মেইন পরীক্ষা হয়। সেটিতে উত্তীর্ণ হলেই ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হয়।
আবেদন মূল্য-
এখনো পর্যন্ত WBPSC Clerkship Recruitment এর আবেদন মূল্য সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে সম্ভবত ২১০ টাকা আবেদন মূল্য নেওয়া হতে পারে।
আবেদন পদ্ধতি-
পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিজের ইমেইল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করতে হবে তারপর নির্ভুলভাবে আবেদন পত্র সম্পূর্ণ করতে হবে, প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট সাবমিট করার পর আবেদন মূল্য জমা করতে হবে।
আরো বিস্তারিত তথ্যের জন্য কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পারেন। পরবর্তীকালে সম্পূর্ন বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের সমস্ত তথ্য জানিয়ে দেওয়া হবে।