HomeEducation NewsWBPSC অভিযান ২০২৩: স্বচ্ছ এবং নতুন নিয়োগসহ একগুচ্ছ দাবিতে আন্দোলন

WBPSC অভিযান ২০২৩: স্বচ্ছ এবং নতুন নিয়োগসহ একগুচ্ছ দাবিতে আন্দোলন

রাজ্যে দিন দিন বেকারত্ব বাড়ছে। ছাত্রছাত্রীদের বহুদিন অপেক্ষা করতে হচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য।

রাজ্যে গুরুত্বপূর্ণ সরকারি চাকরিগুলি সম্পুর্ন হয়ে থাকে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে। সেজন্যেই বিগত দিনের পরীক্ষার রেজাল্ট, নতুন নিয়োগ, বয়স বৃদ্ধিসহ নানারকম দাবিতে আজ হতে চলেছে পশ্চিমবঙ্গ পিএসসি অফিসের সামনে আন্দোলন।

আন্দোলনটি হবে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের প্রধান অফিসের সামনেই। ইতিমধ্যে বহু ছাত্রছাত্রীরা সোস্যাল মিডিয়াতে হ্যাশট্যাগ #wake_up_wbpsc মাধ্যমে আন্দোলন শুরু করে দিয়েছেন। প্রসঙ্গত আগের বছরেরও এই আন্দোলন হয়েছিলো এবং তারপরেই পাবলিক সার্ভিস কমিশন ধীরে ধীরে অধিকাংশ দাবিগুলি পূর্ণ করেছিলেন।

ছাত্রছাত্রীদের মতে এই আন্দোলন হবে শান্তিপূর্ণ। কোনোরকম রাজনৈতিক সমর্থন এখানে থাকবে না।

এই আন্দোলনের প্রধান দাবিগুলি হলো:

১) School SI 2018 নন জয়েনিং সিটে নিয়োগ দ্রুত করতে হবে।
২) EWS রাজ্যে চালু করতে হবে।
৩) নতুন নিয়োগ প্রকাশ করতে হবে।
৪) বয়সসীমা ৩ বছর বৃদ্ধি করতে হবে।
৫) চাকরির নোটিশ প্রকাশিত হওয়ার ১ বছরের মধ্যে নিয়োগ সম্পুর্ন করতে হবে।
৬) WBCS Preliminarily 2022 পরীক্ষার রেজাল্ট প্রকাশ করতে হবে।
৭) ক্লার্কশীপ ২০১৯ MSP প্রার্থীদের নিয়োগ দ্রুত সম্পুর্ন করতে হবে।
৮) KPS, School SI, Food SI, Stenographer,MVI সহ সকল নতুন নিয়োগ প্রকাশিত করতে হবে।
৯) WBCS, Miscellaneous, Clerkship, Junior Engineer এর নতুন নিয়োগ প্রকাশিত করতে হবে।
১০) ICDS Supervisor প্রমোশনাল ২০১৯ মেইন পরীক্ষার রেজাল্ট প্রকাশ করতে হবে।

“PSC দুর্নীতি মঞ্চ” থেকে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের এই আন্দোলনে অংশগ্রহন করার অনুরোধ করা হয়েছে। এখন এটাই দেখার পাবলিক সার্ভিস কমিশন আজ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি বলেন এবং দাবিগুলোর সমাধান কি হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular