HomeJob updatesরাজ্যের বিদ্যুৎ দপ্তরে বিরাট নিয়োগের বিজ্ঞপ্তি জারি, জানুন বিস্তারিত।

রাজ্যের বিদ্যুৎ দপ্তরে বিরাট নিয়োগের বিজ্ঞপ্তি জারি, জানুন বিস্তারিত।

চাকরিপ্রার্থীদের (Job Seekers) জন্য সুখবর। পশ্চিমবঙ্গে বিদ্যুৎ উৎপাদন দপ্তরের তরফ থেকে জারি হয়েছে কর্মী নিয়োগের (Employee Recruitment) বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই আবেদন করা যাবে এই পদের জন্য। আবেদন প্রক্রিয়া সহ সমস্ত বিষয়ে বিস্তারিত জানুন এই প্রতিবেদনের মাধ্যমে। (WBPDCL Job Recruitment)

নিয়োগকারী সংস্থা:

পশ্চিমবঙ্গে বিদ্যুৎ উৎপাদন দপ্তর তথা Power Development Corporation Limited

পদের নাম:

i) Graduate Apprentice
ii) Diploma Apprentice

প্রার্থীর বয়সসীমা:

i) আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে 18 বছর থেকে 24 বছরের মধ্যে।
ii) সংরক্ষিত শ্রেণীর (Reserved Category) প্রার্থীরা বয়সের ক্ষেত্রে কিছুটা ছাড় পাবেন।

মাসিক বেতন:

i) Graduate Apprentice: এই পদে নিযুক্ত প্রার্থীকে মাসিক ৯০০০/- টাকা বেতন হিসেবে দেওয়া হবে।
ii) Diploma Apprentice: এই পদে নিযুক্ত প্রার্থীকে মাসিক ৪০০০/- টাকা বেতন হিসেবে দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা:

  • i) Graduate Apprentice: এই পদে আবেদনের জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি (University) থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে অর্থাৎ Technician বিষয়ে Graduated হতে হবে।
  • ii) Diploma Apprentice: এই পদে আবেদনের জন্য Technician বিষয়ে Diploma Course করে থাকতে হবে।
See also  নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, জানুন বিস্তারিত।

আবেদন পদ্ধতি:

i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
ii) নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) গিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্কে ক্লিক করে আবেদনপত্রটি (Application Form) পাবেন।
iii) এবারে প্রার্থীকে নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন (Online Registration) তথা ফর্ম পূরণ করতে হবে। অনলাইন রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর (Verified and Active Mobile Number) এবং ইমেল আইডি (Email ID) থাকা আবশ্যক।
iv) এছাড়াও প্রার্থীকে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি (Candidates Name, Guardians Name, Educational Qualification, Date of Birth, Gender, Address, Category) ইত্যাদি তথ্য দিয়ে অনলাইন ফর্ম পূরণ করতে হবে।
iv) নিজের যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছাড়াও নিজের একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সই ইত্যাদি স্ক্যান করে আপলোড করতে হবে এবং এরপরে Submit করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আবেদনের সময়সীমা:

আগামী 21/08/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে হবে।

এই বিষয়ে আরো বিস্তারিত তথ্যের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

See also  7th পে কমিশন অনুযায়ী বাড়বে কেন্দ্রের কর্মচারীদের বেসিক পে, বড় ঘোষণা কেন্দ্রের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular