HomeEducation Newsবেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানমুখী দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেবে বিদ্যুৎ দফতর।

বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানমুখী দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেবে বিদ্যুৎ দফতর।

বিদ্যুৎ উৎপাদনে জোর দেওয়ার পাশাপাশি এবার বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য উদ্যোগী হল রাজ্য বিদ্যুৎ দফতর(West Bengal Electricity Department)। সল্টলেকে ডব্লিউবিপিডিসিএল(WBPDCL) অফিসে ডব্লিউবিপিডিসিএল-এর তরফ থেকে দুটো প্রকল্পের উদ্বোধন করা হয় যা উদ্বোধন করেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন দফ্তরের সকল আধিকারিকগণ। প্রকল্প দুটি হল-ডব্লিউবিপিডিসিএল-এর সাগরদিঘি তাপবিদ্যুৎ প্রকল্পে লেওনের (উপহ্রদের) মাধ্যমে ছাই মিশ্রিত জলের পুনঃসঞ্চালন এবং পুনরুদ্ধারের ব্যবস্থা করা এবং বিনামূল্যে তাপবিদ্যুৎ কেন্দ্রের পার্শবর্তী এলাকার বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানমুখী দক্ষতা বৃদ্ধি।

ডব্লিউবিপিডিসিএল (WBPDCL) তার সিএসআর (CSR) কার্যক্রমের অংশ হিসেবে তাপবিদ্যুৎ কেন্দ্রের আশপাশের স্থানীয় বেকার যুবক-যুবতীদের দক্ষতা বৃদ্ধি করার একটি উদ্যোগ শুরু করেছে। স্থানীয় যুবক-যুবতীরা সঠিকভাবে দক্ষ হলে এবং এই বিষয়ে যথাযথ সার্টিফিকেট পেলে বিভিন্ন শিল্পে তাদের কর্মসংস্থান বৃদ্ধি পাবে। উপযুক্ত মানের দক্ষতা এবং সারা ভারতে গ্রহণযোগ্য যথাযথ শংসাপত্র প্রদান করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের(West Bengal Government) কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন বিভাগের সহযোগিতা নেওয়া হচ্ছে। যেহেতু তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করার সময় অনেক ব্যক্তির জমি নেওয়া হয়েছে, তাই সংশ্লিষ্ট বিদ্যুৎকেন্দ্রের জমিহারা পরিবারগুলিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

See also  ফার্মাসিতে ডিপ্লোমা করতে ইচ্ছুক? প্রকাশিত হয়েছে ভর্তির বিজ্ঞপ্তি।

কোন কোন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হবে?

নিম্নলিখিত আটটি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হবে –

সহকারী ইলেকট্রিশিয়ান — নির্মাণ
ফিটার যান্ত্রিক সমাবেশ
সহকারী ইলেকট্রিশিয়ান
ইনস্টলেশন মেরামত ও রক্ষণাবেক্ষণ (গৃহস্থালী যন্ত্রপাতি)
প্রচলিত মিলিং অপারেটর ঘরোয়া সমাধান
সহকারী সার্ভেয়ার
গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং
আসবাবপত্র এবং ফিটিং

কোথায় কোথায় প্রশিক্ষণ দেওয়া হবে?

প্রাথমিকভাবে কোর্সের স্থান হিসাবে চিহ্নিত করা হয়েছে আইটিআই সিউড়ি এবং আইটিআই বহরমপুর (বক্রেশ্বর এবং সাগরদিঘী পাওয়ার প্ল্যান্টের কাছাকাছি)।

কত টাকা বৃত্তি দেওয়া হবে?

অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদেরকে প্রতি মাসে ৬,০০০ টাকা বৃত্তি এবং প্রতি মাসে ১,০০০ টাকা পরিবহন ভাতা দেওয়া হবে।

আইটিআই-তে কোর্স এবং মূল্যায়ন সফলভাবে সমাপ্ত করার পর প্রশিক্ষণার্থীরা জাতীয়ভাবে একটি স্বীকৃত শংসাপত্র পাবেন। এই উদ্দেশ্যে পৃথক আবেদনের জন্য অনলাইন পোর্টালও খোলা হয়েছে।

মোট শূন্যপদ কত?

২টি আইটিআই-এর প্রতিটিতে ব্যাচ শুরু করার জন্য প্রার্থীদের বাছাই করা হয়েছে। প্রথম ব্যাচ আইটিআই সিউড়ি-তে ৪ঠা আগস্ট, ২০২৩-এ শুরু হচ্ছে ২১৬ জন প্রার্থী নিয়ে। এই ২১৬ জন থাকছেন ২টি ট্রেডে – ৬০ জন সহকারী ইলেকট্রিশিয়ান নির্মাণে এবং ১৫৬ জন ফিটার মেকানিক্যাল অ্যাসেম্বলিতে এবং পরবর্তী ব্যাচটি ২০২৩ সালের আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে আইটিআই, বহরমপুরে শুরু করার কথা নির্ধারিত হয়েছে। ধীরে ধীরে এই প্রশিক্ষণের জন্য ইচ্ছুক সমস্ত যোগ্য আবেদনকারীকে পরবর্তী ব্যাচগুলিতে অন্তর্ভুক্ত করা হবে।

See also  নবম ও দশম শ্রেণীর জন্য নতুন পাঠ্যবই আনছে মধ্যশিক্ষা পর্ষদ, তবে মাধ্যমিকের সিলেবাস কি বদলে যাবে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular