HomeJob updatesলেডি কনস্টেবল নিয়োগের শূন্যপদ নিয়ে বড়সড় পরিবর্তন, বাড়লো কম্পিটিশন।

লেডি কনস্টেবল নিয়োগের শূন্যপদ নিয়ে বড়সড় পরিবর্তন, বাড়লো কম্পিটিশন।

কিছুদিন আগে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের(West Bengal Police Recruitment Board) তরফ থেকে পশ্চিমবঙ্গে লেডি কনস্টেবল নিয়োগ(Lady Constable Recruitment 2023) এর একটি ঘোষণা করা হয়। সেই মর্মে গত ২৩ এপ্রিল তারিখ থেকে শুরু হয় লেডি কনস্টেবল পদে আবেদন প্রক্রিয়া। রেজিস্ট্রেশন(Lady Constable Recruitment Registration 2023) চলে ২২ মে ২০২৩ তারিখ পর্যন্ত। কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এর তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছিল যে, লেডি কনস্টেবল পদে মোট শূন্যপদ(WBP Lady Constable Vacancy 2023) রয়েছে ১৪২০টি। এই শূন্যপদ গুলিতে নিয়োগের জন্যই পরীক্ষা নেওয়া হবে।

এই দিন কলকাতায় পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এর পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। লেডি কনস্টেবল পদে শূন্যপদ সংক্রান্ত একটি বড়সড় পরিবর্তন করা হয়েছে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী বর্তমানে পশ্চিমবঙ্গ লেডি পুলিশ কনস্টেবল পদে শূন্য পদ রয়েছে ১৩৩৫টি। আগের বিজ্ঞপ্তিতে মোট শূন্য পদ ছিল ১৪২০ টি। অর্থাৎ শূন্যপদ কমেছে বেশ অনেকটাই। পাশাপাশি চাকরিপ্রার্থীদের Competition-ও অনেকটাই বেড়ে গেল।

লেডি পুলিশ কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষা হয় বেশ কয়েকটি ধাপের মধ্যে দিয়ে। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা, ফিজিকাল মেজারমেন্ট টেস্ট(Physical Measurement Test), ফিজিক্যাল এফিশিয়েন্সিটি টেস্ট(Physical Measurement Test), মেইন পরীক্ষা এবং ইন্টারভিউ(WBP Lady Constable Interview)এর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হয়। চলতি বছরে বহু সংখ্যক চাকরি প্রার্থীরা লেডি কনস্টেবল পদের জন্য আবেদন জানিয়েছিলেন।

See also  নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, জানুন বিস্তারিত।

পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, যথাযথ স্বচ্ছতার সাথে লেডি কনস্টেবল পদে নিয়োগ করা হবে। নিয়োগ সংক্রান্ত কোনো কিছুতে কোনো রকম জালিয়াতি বরদাস্ত করবে না পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। পরবর্তীকালে আরো এমন আপডেট পাওয়ার জন্য পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার জন্য বলা হয়েছে চাকরির প্রার্থীদের। সে ক্ষেত্রে চাকরি প্রার্থীরা wbpolice.gov.in ওয়েবসাইটে নজর রাখতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular