HomeEducation NewsWBP Lady Constable Salary: পশ্চিমবঙ্গের লেডি কনস্টেবলরা কত টাকা বেতন পান? DA...

WBP Lady Constable Salary: পশ্চিমবঙ্গের লেডি কনস্টেবলরা কত টাকা বেতন পান? DA পান কত টাকা?

পশ্চিমবঙ্গের নারীদের জন্য অন্যতম একটি সম্মানজনক চাকরির পদ হলো লেডি কনস্টেবল(Lady Constable) পদ। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের(West Bengal Police Recruitment Board) তরফ থেকে লেডি কনস্টেবল পদে নিয়োগ করা হয়। সম্প্রতি কিছুদিন আগে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে লেডি কনস্টেবল নিয়োগ(Lady Constable Recruitment 2023) এর একটি বিজ্ঞপ্তি(Lady Constable Recruitment Notification 2023) প্রকাশ করা হয়েছে। ১৪২০টি শূন্য পদে নিয়োগ করা হবে লেডি কনস্টেবলদের। মাধ্যমিক পাশেই মহিলারা আবেদন করতে পারেন লেডি কনস্টেবল পদের জন্য।

অনেকেই আছেন যারা লেডি কনস্টেবল পদের জন্য আবেদন করতে চান, কিন্তু লেডি কনস্টেবল পদে বেতন কত হতে পারে, সেই বিষয়ে কোন রকম নির্দিষ্ট আইডিয়া নেই। এছাড়াও লেডি কনস্টেবল পদের বেতন নিয়ে আরো অনেকেরই আগ্রহ রয়েছে।

পশ্চিমবঙ্গের লেডি কনস্টেবলরা কত টাকা বেতন পান(West Bengal Lady Constable Salary 2023) সেই নিয়েই আজকের এই প্রতিবেদন। এছাড়াও তারা বেসিক বেতন হিসেবে কত টাকা পান, কত টাকা মহার্ঘ্য ভাতা (Dearness Allowance) বা ডিএ পান এবং ট্যাক্স বাদ দিয়ে শেষমেষ কত টাকা তাদের একাউন্টে ঢোকে, সেসব নিয়েই নিয়েই আজকে বিশদে জানানো হবে।

পে লেভেল:

পশ্চিমবঙ্গের লেডি কনস্টেবলরা পে লেভেল ৬ অনুযায়ী বেতন পান।

বেতন স্কেল:

লেডি কনস্টেবলদের বেতন ২২ হাজার ৭০০ টাকা থেকে শুরু করে ৫৮ হাজার ৫০০ টাকা পর্যন্ত হয়।

বেসিক পে:

বেসিক পে হিসেবে পশ্চিমবঙ্গের লেডি কনস্টেবলরা ২২ হাজার ৭০০ টাকা পান।

HRA:

House Rent Allowance হিসেবে বেসিক বেতনের ১২% অর্থাৎ ২৭২৪ টাকা পান লেডি কনস্টেবলরা।

 

Medical:

মেডিকেল খরচ বাবদ প্রতি মাসে লেডি কনস্টেবলরা পান ৫০০ টাকা।

মহার্ঘ ভাতা:

পশ্চিমবঙ্গের লেডি কনস্টেবলরা ৬ % হারে মহার্ঘভাতা(Lady Constable Da West Bengal) পান। মহার্ঘ ভাতা বাবদ স্যালারিতে যোগ হয় ১৩২৬ টাকা।

Monthly Gross Salary:

বেসিক সেলারি, হাউস রেন্ট এলোয়েন্স, মহার্ঘ ভাতা এবং মেডিকেল – সবগুলি যোগ করে মান্থলি গ্রোস স্যালারি হিসাব করা হয়।

ইনক্রিমেন্ট এবং কোনরকম পুলিশ ডিপার্টমেন্টের স্পেশাল অ্যালাউন্স ছাড়া মোট মাসিক গ্রোস স্যালারি হয় ২৭২৮৬ টাকা।

Deduction Details :

GPF বা জেনারেল প্রফিডেন্ট ফান্ড হিসাবে বেসিক বেতনের ৬ পার্সেন্ট কেটে নেওয়া হয়। GPF হিসাবে কাটা হয় ১৩২৬ টাকা।

Tax: ট্যাক্স হিসেবে কাটা হয় ১৫০ টাকা।

মোট গ্রোস সেলারি থেকে কেটে নেওয়া এমাউন্ট বাদ দেওয়ার পর লেডি কনস্টেবলদের ব্যাংক একাউন্টে প্রত্যেক মাসে ঢোকে ২৫৭৭৪ টাকা।তবে ভবিষ্যতে প্রমোশন হলে এই স্যালারির পরিমাণ আরো অনেকটা বেড়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular