HomeJob updatesন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেসে কর্মখালি, জানুন বিস্তারিত।

ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেসে কর্মখালি, জানুন বিস্তারিত।

চাকরিপ্রার্থীদের (Jobseekers) জন্য সুখবর। সম্প্রতি সল্টলেকের West Bengal National University of Juridical Science অর্থাৎ WBNUJS এর তরফে বিভিন্ন পদে কর্মী নিয়োগের কথা জানিয়ে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। বিভিন্ন প্রশাসনিক পদে নিয়োগ করা হবে প্রার্থীদের। আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে। (WBNUJS Recruitment 2023)

পদের নাম:

i) Administrative Officer
ii) Purchase Officer
iii) Assistant Manager
iv) Multitasking Staff (MTS)

মোট শূন্যপদ:

08 টি

বয়সসীমা:

উপরোক্ত সমস্ত পদের ক্ষেত্রেই আবেদনকারীর বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে।

মাসিক বেতন:

7th Pay Commission এর নিয়ম অনুযায়ী মাসিক বেতন দেওয়া হবে সমস্ত নিযুক্ত প্রার্থীকে।

কাজের সময়সীমা:

প্রতিটি পদেই প্রাথমিক ভাবে এক বছর প্রার্থীদের ‘Probation’-এ রাখার পর কাজের ভিত্তিতে তাঁদের স্থায়ী (Permanent) ভাবে নিয়োগ করা হবে।

আবশ্যিক যোগ্যতা:

i) MTS:
a) এই পদে আবেদনের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নুন্যতম মাধ্যমিক পাশ (Madhyamik Passed) হতে হবে।
b) এছাড়া যেসব প্রার্থীর গাড়ি চালানো, শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র সারানো-সহ অন্যান্য দক্ষতা থাকবে, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

See also  দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত।

ii) অন্যান্য সমস্ত পদের ক্ষেত্রে রয়েছে আলাদা আলাদা যোগ্যতার শর্তাবলী। বিশদে জানতে হলে বিজ্ঞপ্তিটি পড়ুন।

আবেদন পদ্ধতি:

i) আবেদন করা যাবে শুধুমাত্র অফলাইনে(Offline)।
ii) আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে বলা ফরম্যাটে (Format) আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন জানাতে হবে।

আবেদন মূল্য:

Reserved এবং Unreserved Category যথাক্রমে ১৫০০ টাকা এবং ২০০০ টাকা আবেদন মূল্য বাবদ দিতে হবে।

আবেদনের শেষ তারিখ:

আবেদন করা যাবে আগামী ১৫ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য ও শর্তাবলি সম্পর্কে জানার জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট (Website) দেখতে পারেন প্রার্থীরা।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular