নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের তরফে WBNSOU Recruitment 2023 Notification ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। পরীক্ষা বিষয়ক দপ্তরে ডেপুটি রেজিস্ট্রার পদে নিয়োগ করা হবে।
WBNSOU Deputy Registrar Recruitment 2023 -এ আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। নিম্নে উল্লেখিত ঠিকানার ড্রপ বক্সে জমা দিতে হবে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকেই ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। নীচে আবেদন ফর্ম ডাউনলোড করার অফিশিয়াল লিঙ্ক দেওয়া হয়েছে।
Netaji Subhash Open University Recruitment 2023 -এ আবেদনের আবশ্যিক যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম-
Deputy Registrar (Examinations)
মোট শূন্যপদ-
মোট 02 টি শূন্যপদে নিয়োগ করা হবে।
মাসিক বেতন-
প্রতি মাসে 79,800/- টাকা বেতন দেওয়া হবে।
আবেদন শুরু- 09/03/2023
আবেদন শেষ- 31/03/2023
বয়সসীমা-
উক্ত পদে আবেদনের জন্য 35 বছরের বেশি বয়স হতে হবে।
আবশ্যিক যোগ্যতা-
- আবেদনকারীকে কমপক্ষে 55 শতাংশ নম্বর নিয়ে স্নাতকোত্তর হতে হবে।
- সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- আরও বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিশ দেখুন।
আবেদন মূল্য-
- এই পদে আবেদনের জন্য 1000/- টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে।
- সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের 500/- টাকা আবেদন মূল্য দিতে হবে।
আবেদন পদ্ধতি-
- আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
- নীচের লিঙ্ক থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।
- নির্ভুলভাবে আবেদন ফর্মটি পূরণ করতে হবে।
- নোটিশে উল্লেখিত ডকুমেন্টসগুলি যোগ করতে হবে।
- নির্ধারিত আবেদন মূল্য জমা করতে হবে।
- নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক ঠিকানায় জমা করতে হবে।
- আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ DD-26, 5th Floor, Salt Lake City, Sector-I, Kolkata-700064
- আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।
- অফলাইনে আবেদন করার শেষ তারিখ 31/03/2023 (5:00 PM)
Important Links
Official Notification: Download Now
Application Form: Download Now
Official Website: Click Here