HomeJob updatesWBMSC Recruitment: পশ্চিমবঙ্গ মিউনিসিপাল কর্পোরেশনে একাধিক পদে চাকরি, বিস্তারিত জানুন।

WBMSC Recruitment: পশ্চিমবঙ্গ মিউনিসিপাল কর্পোরেশনে একাধিক পদে চাকরি, বিস্তারিত জানুন।

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর।সম্প্রতি পশ্চিমবঙ্গ মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে একাধিক শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে (WBMSC Recruitment)। পশ্চিমবঙ্গ মিউনিসিপাল কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পরপর পাঁচটি বিভাগের শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি(West Bengal Municipal Corporation Recruitment 2023) প্রকাশ করা হয়েছে।

যে সমস্ত প্রার্থীরা শূন্য পদ গুলিতে আবেদনের যোগ্য, তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে ফেলতে হবে। পশ্চিমবঙ্গের(West Bengal) যে কোন জেলার ছেলে এবং মেয়েরা আবেদন করতে পারবেন শুন্য পদ গুলিতে নিয়োগের জন্য।

পশ্চিমবঙ্গ মিউনিসিপাল কর্পোরেশন এর পক্ষ থেকে কোন কোন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কারা কারা আবেদন করতে পারবেন, যোগ্যতা, বয়স ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে নীচে বিস্তারিত আলোচনা করা হলো।

পদের নাম-

Sub-Assistant Engineer (Mechanical)
Deputy Analyst (Microbiology)
Assistant Analyst
Sub-Assistant Engineer (Electrical)
Sub-Assistant Engineer (Civil)

মোট শূন্যপদ-

Sub-Assistant Engineer (Mechanical): ১০টি
Deputy Analyst (Microbiology) : ২টি
Assistant Analyst: ৫ টি
Sub-Assistant Engineer (Electrical): ১০ টি
Sub-Assistant Engineer (Civil): ৬৭ টি

মাসিক বেতন-

  • Sub-Assistant Engineer : পে লেভেল ১২ অনুযায়ী বেতন দেওয়া হবে।
  • Deputy Analyst (Microbiology): পে লেভেল ১৬ অনুযায়ী বেতন দেওয়া হবে।
  • Assistant Analyst: পে লেভেল ১১ অনুযায়ী বেতন দেওয়া হবে।

আবেদন শুরু-

৩১/০৩/২০২৩ থেকে আবেদন করা শুরু হবে।

আবেদন শেষ-

৩০/০৪/২০২৩ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

বয়সসীমা-

  • Sub-Assistant Engineer: সর্বোচ্চ ৩৭ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
  • Deputy Analyst (Microbiology) : সর্বোচ্চ 36 বছর বয়সে প্রার্থীর আবেদন করতে পারবেন।
  • Assistant Analyst : সর্বোচ্চ 39 বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবশ্যিক যোগ্যতা-

  • Sub-Assistant Engineer (Mechanical): মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে। এর থেকে উচ্চতর ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে।
  • Deputy Analyst (Microbiology): মাইক্রোবায়োলজি বা বায়োকেমিস্ট্রি তে মাস্টার্স অফ সায়েন্স করা থাকতে হবে। অথবা মাইক্রোবায়োলজিতে M.D. করা থাকতে হবে।
  • Assistant Analyst : কেমিস্ট্রি বায়ো কেমিস্ট্রি বা ফোর টেকনোলজি নিয়ে অন্তত ৫০ শতাংশ নাম্বার পেয়ে গ্রাজুয়েশন সম্পন্ন করতে হবে।।
  • Sub-Assistant Engineer (Electrical): যেকোনো স্বীকৃতি কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে।
  • Sub-Assistant Engineer (Civil): সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে।

নিয়োগ পদ্ধতি-

  • Sub-Assistant Engineer (Mechanical), Sub-Assistant Engineer(Electrical), Sub-Assistant Engineer (Civil): এই পদ গুলির ক্ষেত্রে লিখিত পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্টের উপর ভিত্তি করে প্রার্থীদের নিয়োগ করা হবে।
  • Deputy Analyst (Microbiology),Assistant Analyst: এই পদগুলির নিয়োগ পদ্ধতি সম্পর্কে পরে অফিসিয়াল ওয়েবসাইটে বিশালে জানানো হবে।

আবেদন মূল্য-

জেনারেল এবং ওবিসি প্রার্থীদের জন্য আবেদন মূল্য ১৫০ টাকা এবং অন্যান্য প্রার্থীদের জন্য আবেদনমূল্য ৫০ টাকা ধার্য করা হয়েছে।

আবেদন পদ্ধতি-

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। পশ্চিমবঙ্গ মিউনিসিপাল কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করতে হবে। সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। এরপর আবেদনমূল্য জমা করার পর আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

Important Links

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular