HomeJob updatesরাজ্যের মিউনিসিপ্যাল কর্পোরেশনে নিয়োগের বিজ্ঞপ্তি, বিস্তারিত জেনে নিন।

রাজ্যের মিউনিসিপ্যাল কর্পোরেশনে নিয়োগের বিজ্ঞপ্তি, বিস্তারিত জেনে নিন।

পশ্চিমবঙ্গে Municipal Corporation এর তরফে সম্প্রতি জারি হলো নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি। আপনি যদি এই রাজ্যের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন, তবে আবেদনের জন্য সত্ত্বর যোগাযোগ করুন। মাসের শেষে পাবেন মোটা অঙ্কের মাইনেও। আবেদন প্রক্রিয়া ছাড়াও অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। (WBMSC Recruitment)

নিয়োগকারী সংস্থা:

West Bengal Municipal Corporation

পদের নাম:

মূলত স্পেশালিস্ট (Specialist) পদে নেওয়া হবে কর্মী। এক্ষেত্রে এই প্রধান পদের অধীনে মোট আট ধরনের পদ রয়েছে।

মাসিক বেতন:

কর্মী পিছু দৈনিক 3,000/- টাকা প্রদান করা হবে।

আবেদন পদ্ধতি:

i) সরাসরি ইন্টারভিউয়ের (Direct Interview) জন্য আবেদন জানাতে হবে।
ii) ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করুন নিজের সমস্ত জরুরি তথ্য অর্থাৎ নিজের নাম, অভিভাবকের নাম, বয়স, ক্যাটাগরি ও শিক্ষাগত যোগ্যতা (Candidates Name, Guardians Name, Age, Gender, Category and Educational Qualification) ইত্যাদি তথ্য দেবেন।
iii) এরপরে নিজের একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো (Passport Size Photo) এবং নিজের Signature যুক্ত করুন।
iv) সব শেষে যাবতীয় ডকুমেন্ট (Document) সমেত এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট:

  • 1. Date of Birth Certificate or Admit Card of Madhyamik Examination
  • 2. Certificates of Educational Qualification
  • 3. Caste Certificate (lf Available)
  • 4. Identification Card (Aadhaar Card/Voter Card)
  • 5. Permanent Resident Address

বয়সসীমা:

আবেদনকারীকে অবশ্যই 67 বছরের মধ্যে হতে হবে।

নিয়োগ প্রক্রিয়া:

সরাসরি ইন্টারভিউয়ের (Direct Interview) মাধ্যমে বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীকে।

ইন্টারভিউয়ের তারিখ ও সময়:

আগামী 19/08/2023 তারিখে ইন্টারভিউ (Interview) নেওয়া হবে ঠিক সকাল সাড়ে 11 টা থেকে দুপুর 12 টা পর্যন্ত।

ইন্টারভিউয়ের স্থান:

Room No 254,
2nd Floor, PMU,
Kolkata City NUHM Society,
5 S.N. Banerjee Road,
Kolkata 700013

এই বিষয়ে আরো বিস্তারিত জানতে চাইলে প্রকাশিত বিজ্ঞপ্তিটি পড়ুন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular