গত ৩০শে এপ্রিল হয়েছিল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স (WBJEE 2023) এর পরীক্ষা। পরীক্ষার প্রায় ২৬ দিনের মাথায় জয়েন্ট এন্ট্রান্স এর ফলাফল(WBJEE Result 2023) প্রকাশ করা হলো।
শুক্রবার ২৬ মে তারিখে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল(Joint Examination Result 2023) প্রকাশ করা হলো অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে। দুপুর ২.৩০-এ সাংবাদিক বৈঠকে ফল প্রকাশ করলেন রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা। রাজ্য জয়েন্ট দিয়েছিলেন মোট ৯৭৫২৪ জন। ৯৯.৩৭% সফলতার হারে পাশ করেছেন ৯৬৯১৩ জন। মোট ৩১৯ টি পরীক্ষা কেন্দ্রে Joint Entrance পরীক্ষা নেওয়া হয়েছিল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে সফল পরীক্ষার্থী সংখ্যা ৫১,৩৪৫ জন।
বিকেল ৪টে থেকে র্যাঙ্ক কার্ড ডাউনলোড করা শুরু হয়েছে বোর্ডের ওয়েবসাইট থেকে। wbjeeb.in এবং wbjeeb.nic.in ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখতে পারবেন ছাত্রছাত্রীরা।
জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার উত্তীর্ণ হয়েছেন ৯৬ হাজার ৯১৩ জন। মেধাতালিকায় প্রথম ডিপিএস রুবি পার্কের ছাত্র মহম্মদ সাহিল আখতার। দ্বিতীয়স্থানে আছেন সোহম দাস, তিনিও একই স্কুলের ছাত্র। তৃতীয় বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের সারা মুখোপাধ্যায়।
জুন মাসের শেষেই কাউন্সেলিং হবে বলে আশা বোর্ডের। তিনটি পর্যায়ে কাউন্সেলিং হবে। ছাত্রছাত্রীদের সুবিধার জন্য কাউন্সেলিং বিষয়ে একটি পুস্তিকা প্রকাশ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। বোর্ড চেয়ারম্যান ছাত্রছাত্রীদের অনুরোধ করেন অফিসিয়াল ওয়েবসাইটে লক্ষ্য রাখার জন্য।