দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে 10/08/2023 তারিখে প্রকাশিত হয়েছিল ২০২২ সালের পশ্চিমবঙ্গের সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট (WBCS Preliminary Exam 2022)। বহুদিন ধরেই পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা WBCS 2022 এর ফলাফলের জন্য অপেক্ষা করে আসছিলেন। 10/08/2023 তারিখে পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে WBCS 2022 প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট ঘোষণা করা হলেও সেসময় আলাদাভাবে প্রার্থীরা কত নম্বর পেয়েছেন তা জানানো হয়নি কমিশনের পক্ষ থেকে।
ইতিপূর্বে এমন ঘটনায় কারচুপির সন্ধান মিলেছিল। বেশ কিছু পরীক্ষায় প্রার্থীদের নম্বর প্রকাশ না করেই মেধা তালিকা প্রকাশ করা হয়েছিল, এতে করে প্রার্থীদের সংশয়ের মধ্যে পড়তে হচ্ছিল, তাছাড়া দুর্নীতিও হয়েছিল। তাই আজ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি পিডিএফ প্রকাশ করে সমস্ত প্রার্থীদের স্কোর বা ফলাফল জানানো হয়েছে।
এর আগে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে একটি পিডিএফ প্রকাশ করা হয়েছিল, সেখানে উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর এর একটি তালিকা প্রকাশ করা হয়েছিল। তবে সম্প্রতি সমস্ত প্রার্থীদের প্রাপ্ত স্কোরের তালিকা প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত পিডিএফ-এ প্রথমে প্রার্থীদের রোল নম্বর, এরপর ক্যাটাগরি, তারপর তিনি পরীক্ষায় কত পেয়েছেন তা জানানো হয়েছে। রোল নম্বর অনুযায়ী তালিকাটি সাজানো হয়েছে।
Download Link: Clicik Here
WBCS 2022 পরীক্ষার Cut Off কত দেখুন।
- General: 130.39
- OBC-A:130.39
- OBC-B:130.39
- SC:124.44
- ST:104.37
- PH-(Blindness/Low Vision): 107.79
- PH(Acid attack victims/Cerebral):83.45
WBPSC এর প্রকাশিত পিডিএফ অনুযায়ী WBCS 2022 Preli পরীক্ষা এই মুহূর্তে উত্তীর্ণ প্রার্থীদের সংখ্যা ৫ হাজার ৪৯৬ জন। যে সমস্ত প্রার্থীরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদেরকে এবার WBCS MAIN পরীক্ষাতে বসতে হবে। এখানে উত্তীর্ণ হলে পার্সোনালিটি টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।