HomeEducation Newsপ্রকাশিত হলো ২০২২ সালের WBCS প্রিলির রেজাল্ট। কিভাবে রেজাল্ট দেখবেন? কতজন পাশ?...

প্রকাশিত হলো ২০২২ সালের WBCS প্রিলির রেজাল্ট। কিভাবে রেজাল্ট দেখবেন? কতজন পাশ? দেখুন বিস্তারিত।

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রকাশিত হলো ২০২২ সালের পশ্চিমবঙ্গের সিভিল সার্ভিস পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট (WBCS Preliminary Exam 2022)। বহুদিন ধরেই পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা WBCS 2022 এর ফলাফলের জন্য অপেক্ষা করে আসছিলেন। গত বছরের পরীক্ষার ফলাফল প্রকাশ না করেই পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) চলতি বছরে WBCS 2023 ফর্ম ফিলাপের জন্য আবেদন নেওয়া শুরু করে।

অবশেষে আজ 10/08/2023 তারিখে পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনার অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশিত হলো WBCS 2022 প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট। পাবলিক সার্ভিস কমিশনার অফিসিয়াল ওয়েবসাইটে একটি পিডিএফ প্রকাশ করা হয়েছে। সেখানে উত্তীর্ণ প্রার্থীদের রোল নাম্বার এর একটি তালিকা প্রকাশ করা হয়েছে।

WBCS 2022 পরীক্ষার Cut Off কত দেখুন।

  • General: 130.39
  • OBC-A:130.39
  • OBC-B:130.39
  • SC:124.44
  • ST:104.37
  • PH-(Blindness/Low Vision): 107.79
  • PH(Acid attack victims/Cerebral):83.45

কিভাবে রেজাল্ট চেক করবেন?

WBPSC এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট সেকশনে যেতে হবে। WBCS 2022 Result পিডিএফটি ডাউনলোড করলে সেখান থেকেই উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে। নিজের রোল নাম্বার দিয়ে সার্চ করলে খুব সহজেই জেনে নিতে পারবেন আপনি উত্তীর্ণ হয়েছেন কিনা।

See also  উচ্চমাধ্যমিক পাশ করে কোন কোন পেশাকে বেছে নিতে পারেন ভবিষ্যতের জন্য, জানুন।

যে সমস্ত প্রার্থীরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদেরকে এবার WBCS MAIN পরীক্ষাতে বসতে হবে। এখানে উত্তীর্ণ হলে পার্সোনালিটি টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular