HomeMoneyWBCS এর বিভিন্ন পদগুলির বেতন কত জানেন?| WBCS Officer Salary

WBCS এর বিভিন্ন পদগুলির বেতন কত জানেন?| WBCS Officer Salary

পশ্চিমবঙ্গের অন্যতম একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হল WBCS Exam (West Bengal Civil Service Examination)। এই পরীক্ষার মাধ্যমে অফিসার রাঙ্ক সহ আরো বেশ কয়েক রকম পদে নিয়োগ করা হয় প্রার্থীদের।

সম্প্রতি পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষার ফর্ম ফিলাপ(WBCS Recruitment 2023) চলছে। কিছুদিন পরেই ঘোষণা করা হবে পরীক্ষার তারিখ।

আজকের এই প্রতিবেদনে আপনারা জানবেন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস অফিসারদের বেতন এবং পে লেভেল সম্পর্কে (WBCS Officers Salary)।West Bengal Civil Service পরীক্ষায় মোট চারটি গ্রুপ থাকে। গ্রুপ A,B,C,D। প্রত্যেকটি গ্রুপ অনুযায়ী বেতন ক্রম নিচে আলোচনা করা হলো।

গ্রুপ – A (WBCS Group A Salary):

পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস(এক্সিকিউটিভ) West Bengal Civil Service Executive Salary:

Pay Level: এই পদে পে লেভেল ১৬ অনুযায়ী বেতন দেওয়া হয়।

বেতন : ৫৬,১০০ টাকা থেকে ১,৪৪,৩০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়।

পশ্চিমবঙ্গ কো-অপারেটিভ সার্ভিস:(West Bengal Cooperative Service Salary)

Pay Level: এই পদে পে লেভেল ১৬ অনুযায়ী বেতন দেওয়া হয়।

বেতন : ৫৬,১০০ টাকা থেকে ১,৪৪,৩০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়।

পশ্চিমবঙ্গ লেবার সার্ভিস:(West Bengal Labour Service Salary)

Pay Level: এই পদে পে লেভেল ১৬ অনুযায়ী বেতন দেওয়া হয়।

See also  শুরু হবে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন, বড় ঘোষণা পর্ষদের! জেনে নিন বিস্তারিত।

বেতন: ৫৬,১০০ টাকা থেকে ১,৪৪,৩০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়।

সমন্বিত পশ্চিমবঙ্গ রাজস্ব পরিষেবার সহকারী রাজস্ব কমিশনার।

Pay Level: এই পদে পে লেভেল ১৬ অনুযায়ী বেতন দেওয়া হয়।

বেতন: ৫৬,১০০ টাকা থেকে ১,৪৪,৩০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়।

পশ্চিমবঙ্গ এমপ্লয়মেন্ট সার্ভিস (West Bengal Emploment Service Salary:)

Pay Level: এই পদে পে লেভেল ১৬ অনুযায়ী বেতন দেওয়া হয়। :

বেতন: ৫৬,১০০ টাকা থেকে ১,৪৪,৩০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়।

পশ্চিমবঙ্গ ফুড অ্যান্ড সাপ্লাইজ সার্ভিস (West Bengal Food and Supplies Service Salary):

Pay Level: এই পদে পে লেভেল ১৬ অনুযায়ী বেতন দেওয়া হয়।

বেতন: ৫৬,১০০ টাকা থেকে ১,৪৪,৩০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়।।

 

গ্রুপ – B (WBCS Group B Salary):

পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস(WB Police Service/DSP):

Pay Level: এই পদে পে লেভেল ১৬ অনুযায়ী বেতন দেওয়া হয়।

বেতন : ৫৬,১০০ টাকা থেকে ১,৪৪,৩০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়।

গ্রুপ – C (WBCS Group C Salary):

জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার ( Joint Block Development Office Salary):

Pay Level: এই পদে পে লেভেল ১৪ অনুযায়ী বেতন দেওয়া হয়।

বেতন: ৩৯,৯০০ টাকা থেকে ১,০২,৮০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়।

সুপারিন্টেনডেন্ট, ডেপুটি সুপারিন্টেনডেন্ট,ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম, সেন্ট্রাল কারেকশনাল হোম (Superintended, Deputy Superintendent, District Correctional Home, Central, Correctional Home Salary):

See also  উচ্চমাধ্যমিক পাশ করে কোন কোন পেশাকে বেছে নিতে পারেন ভবিষ্যতের জন্য, জানুন।

Pay Level: এই পদগুলিতে পে লেভেল ১৫ অনুযায়ী বেতন দেওয়া হয়।

বেতন: ৪২,৬০০ টাকা থেকে ১,০৯,৮০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়।

ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাক্টিসেস (Deputy Assistant Director Of Consumer Affairs And Fair Business Practices Salary):

Pay Level: এই পদে পে লেভেল ১৪ অনুযায়ী বেতন দেওয়া হয়।

বেতন: ৩৯,৯০০ টাকা থেকে ১,০২,৮০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়।

 

পশ্চিমবঙ্গ জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস(West Bengal Junior Social Welfare Service Salary):

Pay Level: এই পদে পে লেভেল ১৪ অনুযায়ী বেতন দেওয়া হয়।

বেতন : ৩৯,৯০০ টাকা থেকে ১,০২,৮০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়।।

 

পশ্চিমবঙ্গ সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস (West Bengal Subordinate Land Revenue Service Salary):

Pay Level: এই পদে পে লেভেল ১৪ অনুযায়ী বেতন দেওয়া হয়।

বেতন: ৩৯,৯০০ টাকা থেকে ১,০২,৮০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়।

রেজিস্ট্রার (ডিস্ট্রিক্ট কনজিউমার ডিসপুটস রিড্রেসাল কমিশন) / জয়েন্ট রেজিস্টার (ওয়েস্ট বেঙ্গল স্টেট কনজিউমার ডিসপুটস রিড্রেসাল কমিশন):

Pay Level: এই পদগুলিতে পে লেভেল ১৪ অনুযায়ী বেতন দেওয়া হয়।

বেতন : ৩৯,৯০০ টাকা থেকে ১,০২,৮০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়।

অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার(Assistant Commercial Tax Officer Salary):

See also  7th পে কমিশন অনুযায়ী বাড়বে কেন্দ্রের কর্মচারীদের বেসিক পে, বড় ঘোষণা কেন্দ্রের।

Pay Level: এই পদে পে লেভেল ১৪ অনুযায়ী বেতন দেওয়া হয়।

বেতন : ৩৯,৯০০ টাকা থেকে ১,০২,৮০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়।

চিফ কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিসেস (Chief Controller Of Correctional Services Salary):

Pay Level: এই পদে পে লেভেল ১২ অনুযায়ী বেতন দেওয়া হয়।

বেতন : ৩৫,৮০০ টাকা থেকে ৯২,১০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়।

অ্যাসিস্ট্যান্ট ক্যানেল রেভেনিউ অফিসার(Assistant Canual Revenue Officer):

Pay Level: এই পদে পে লেভেল ১২ অনুযায়ী বেতন দেওয়া হয়।

বেতন: ৩৫,৮০০ টাকা থেকে ৯২,১০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়।

WBCS Group D Salary

ইন্সপেক্টর অফ কো-অপারেটিভ সোসাইটিস (Inspector Of Cooperative Societies Salary):

Pay Level: এই পদে পে লেভেল ১০ অনুযায়ী বেতন দেওয়া হয়।

বেতন : ৩২,১০০ টাকা থেকে ৮২,৯০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়।

রিহ্যাবিলিটেশন অফিসার (Rehabilitation Officer Salary):

Pay Level: এই পদে পে লেভেল ১০ অনুযায়ী বেতন দেওয়া হয়।

বেতন : ৩২,১০০ টাকা থেকে ৮২,৯০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়।।

 

পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার(Panchayat Development Officer salary):

Pay Level: এই পদে পে লেভেল ১০ অনুযায়ী বেতন দেওয়া হয়।

বেতন: ৩২,১০০ টাকা থেকে ৮২,৯০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়।।

এই রইল ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের গ্রুপ এ,বি,সি এবং ডি এর পদগুলির মাসিক বেতন। পে লেভেল বৃদ্ধি পেলে মাসিক বেতনের পরিমাণও এখনকার তুলনায় আরো বেড়ে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular