HomeEducation NewsWBCS পরীক্ষার তারিখ প্রকাশ করলো পাবলিক সার্ভিস কমিশন। জানুন

WBCS পরীক্ষার তারিখ প্রকাশ করলো পাবলিক সার্ভিস কমিশন। জানুন

বহুদিন ধরে রাজ্যের চাকরিপ্রার্থীরা WBCS পরীক্ষার জন্য অপেক্ষা করে আসছিলেন। অবশেষে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের(Public Service Commission WB) পক্ষ থেকে প্রকাশিত হলো WBCS পরীক্ষার সময়সূচি।

এর আগে রাজ্যের তরফে খবর ছিল যে, জুলাই মাসেই প্রকাশিত হবে পশ্চিমবঙ্গের সিভিল সার্ভিস পরীক্ষার সময়সূচি। সেই কথামতই WBCS পরীক্ষার সময়সূচি প্রকাশ করলো PSC। Public Service Commission এর পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে WBCS পরীক্ষার দিনক্ষণ সম্পর্কে জানানো হলো।

অফিসিয়াল বিজ্ঞপ্তিতে PSC জানিয়েছে যে, চলতি বছর WBCS Preliminary Exam 2023 আয়োজিত হবে আগামী 5 নভেম্বর, 2023 তারিখে।

গতবছর অর্থাৎ 2022 সালের WBCS Preliminary Exam 2022 পরীক্ষাটি হয়েছিল 19 জুন, 2022 তারিখে। এই পরীক্ষার যারা উত্তীর্ণ হবেন, তারা সুযোগ পাবেন WBCS MAIN পরীক্ষায় বসার।

WBCS Main 2022 পরীক্ষাটি নেওয়া হবে আগামী ২৯ সেপ্টেম্বর, ৩০ সেপ্টেম্বর, ১ অক্টোবর এবং ৩ অক্টোবর। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে PSC সমস্ত পরীক্ষাগুলির তারিখ স্পষ্টভাবে উল্লেখ করেছে।

ইতিমধ্যে রাজ্যের চাকরিপ্রার্থীরা WBCS পরীক্ষার প্রস্তুতি শুরু করেছে। ভোট(Panchayet Election 2023) সংক্রান্ত সমস্যাগুলি মিটলেই WBCS পরীক্ষার প্রস্তুতি জোরকদমে শুরু করবে রাজ্য।

See also  শুরু হবে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন, বড় ঘোষণা পর্ষদের! জেনে নিন বিস্তারিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular