HomeEducation News২০২৪ উচ্চ মাধ্যমিক রেজাল্ট ৮ই মে সকালে নাকি দুপুরে দেখতে পারবেন? WBCHSE...

২০২৪ উচ্চ মাধ্যমিক রেজাল্ট ৮ই মে সকালে নাকি দুপুরে দেখতে পারবেন? WBCHSE HS Result 2024

এই বছরের 2024 উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফ প্রকাশ আগামীকাল, ৮ ই মে। স্বাভাবিকভাবেই এখন সমস্ত পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে। কিভাবে বাড়িতে বসেই অনলাইনে জেনে নিতে পারবেন নিজের ফলাফল সেই ব্যাপারে জেনে নিন।

উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট (Official Website) থেকে। এই বিষয়ে সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করেছে WBCHSE অর্থাৎ West Bengal Council of Higher Secondary Education এর তরফে। আগামীকাল ঠিক দুপুর একটার সময় প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট (Higher Secondary Result) তবে পরীক্ষার্থীরা ওয়েবসাইটে দুপুর তিনটে থেকে নিজেদের রেজাল্ট চেক করতে পারবেন।

ফলাফল জানার জন্য পর্ষদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন।

Official Website Links:

i) https://wbresults.nic.in
ii) https://wbchse.wb.gov.in

এছাড়াও পরীক্ষার্থীরা https://www.results.shiksha তে গিয়েও নিজেদের ফলাফল দেখতে পারেন।

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular