HomeEducation NewsWBBME Madrasah Exam 2023: সূচি বদলে গেল হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার।...

WBBME Madrasah Exam 2023: সূচি বদলে গেল হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার। দেখুন তালিকা।

পাল্টে গেল হাই মাদ্রাসা আলিম এবং ফাজিল এর পরীক্ষার সময়সূচি (WBBME Madrasah Exam 2023 Time Table)। সম্প্রতি আরো বেশ কয়েকটি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে রয়েছে মাধ্যমিক পরীক্ষা ও।

আগামী ২৭ শে ফেব্রুয়ারি সাগরদিঘী বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। আগের প্রার্থী মারা যাওয়াই সেই শূন্য পদ পূরণের জন্যই পুনরায় পুনঃনির্বাচন করা হবে। তবে পরীক্ষার মধ্যেই কেন উপনির্বাচনের দিন ঠিক করা হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে শিক্ষামহলের অন্দরেই।

মূলত ২৭ ফেব্রুয়ারি উপনির্বাচনের কারণে বন্ধ হয়ে গেল ওইদিনের হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিলের পরীক্ষা। ওই দিনের পরীক্ষাটি হবে আগামী ৯ মার্চ। বাকি পরীক্ষার দিনক্ষণ অপরিবর্তিত রাখা হয়েছে। পরিবর্তিত দিন হিসেবে পরীক্ষার নির্ধারিত দিনের পরের বৃহস্পতিবার ৯ মার্চ বন্ধ হওয়া পরীক্ষাগুলি সম্পন্ন হবে।

গত শুক্রবার পশ্চিমবঙ্গের মাদ্রাসা শিক্ষা পর্ষদের (WBBME Madrasa Education Board) তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে আগামী ২৭ শে ফেব্রুয়ারি সাগরদিঘী বিধানসভায় উপনির্বাচনের জন্য যাতে কোনো রকম প্রার্থীর সমস্যা না হয়, সেজন্য ওই দিন হাই মাদ্রাসা ,আলিম এবং ফাজিলের দ্বিতীয় ভাষার পরীক্ষা স্থগিত রাখা হবে।মাদ্রাসা শিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ২৭ ফেব্রুয়ারি বদলে ৯ মার্চ নির্ধারিত সময়ে পরীক্ষাগুলি সম্পন্ন করা হবে। এছাড়া বাকি পরীক্ষার দিনক্ষণ গুলি একই থাকবে।

See also  উচ্চমাধ্যমিক পাশ করে কোন কোন পেশাকে বেছে নিতে পারেন ভবিষ্যতের জন্য, জানুন।

হাই-মাদ্রাসা পরীক্ষার সংশোধিত সূচি:
(WBBME Madrasah Exam 2023 Date)

  • ২৩ ফেব্রুয়ারি: প্রথম ভাষা (বাংলা/উর্দু/ইংরেজি)।
  • ২৫ ফেব্রুয়ারি: আরবি।
  • ২৮ ফেব্রুয়ারি: ভৌতবিজ্ঞান।
  • ১ মার্চ: অঙ্ক।
  • ২ মার্চ: ইতিহাস।
  • ৪ মার্চ: ভূগোল।
  • ৬ মার্চ: জীবনবিজ্ঞান।
  • ৯ মার্চ: দ্বিতীয় পত্র।
  • ১১ মার্চ: ইসলাম পরিচয়।
  • ১৩ মার্চ: সব অ্যাডিশনাল সাবজেক্ট।

আলিম পরীক্ষার সংশোধিত সূচি:
(WBBME Madrasah Alim Exam 2023 Date)

  • ২৩ ফেব্রুয়ারি: প্রথম ভাষা (বাংলা/উর্দু)।
  • ২৫ ফেব্রুয়ারি: আরবি।
  • ২৮ ফেব্রুয়ারি: ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান।
  • ১ মার্চ: অঙ্ক।
  • ২ মার্চ: ইতিহাস।
  • ৪ মার্চ: ভূগোল এবং ফিকহ।
  • ৬ মার্চ: হাদিস।
  • ৯ মার্চ: দ্বিতীয় পত্র (ইংরেজি)।
  • ১১ মার্চ: তাফসির।
  • ৩ মার্চ: সব অ্যাডিশনাল সাবজেক্ট।

ফাজিল পরীক্ষার সংশোধিত সূচি:
(WBBME Madrasah Fajil Exam 2023 Date)

  • ২৩ ফেব্রুয়ারি: প্রথম ভাষা (বাংলা/উর্দু/ইংরেজি)।
  • ২৫ ফেব্রুয়ারি: আরবি।
  • ২৮ ফেব্রুয়ারি: ইসলামি ইতিহাস।
  • ১ মার্চ: ইসলামিক স্টাডিজ।
  • ২ মার্চ: থিওলজি।
  • ৪ মার্চ: অ্যাডিশনাল সাবজেক্ট।
  • ৯ মার্চ: দ্বিতীয় পত্র।

২৭ শে ফেব্রুয়ারি উপনির্বাচনের কারণে মাধ্যমিক পরীক্ষার ইতিহাস পরীক্ষার দিন বদল করা হয়েছে। এছাড়া ওই সময় আরো যদি কোন পরীক্ষা থেকে থাকে , সেগুলিরও হয়তো সময় পরিবর্তন করা হবে। আগামী দিনে যদি কোন পরীক্ষার সময়সূচি বদল করা হয় বা কোন পরীক্ষা স্থগিত করা হয় সেই বিষয়ে আমরা বিস্তারিত জানিয়ে দেব।

See also  দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত।
RELATED ARTICLES

Most Popular