HomeJob updatesরাজ্যে মাধ্যমিক পাশে যোগা ইন্সট্রাক্টর নিয়োগের বিজ্ঞপ্তি জারি, জেনে নিন বিস্তারিত।

রাজ্যে মাধ্যমিক পাশে যোগা ইন্সট্রাক্টর নিয়োগের বিজ্ঞপ্তি জারি, জেনে নিন বিস্তারিত।

রাজ্যের জেলা স্বাস্থ্য দফতরের (District Health Department) তরফে সম্প্রতি প্রকাশিত হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। যেকোনো ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই আবেদন করতে পারবেন এই পদের জন্য। আবেদন প্রক্রিয়া সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।

পদের নাম:

Yoga Instructor

মোট শূন্যপদ:

৭ টি (পুরুষ- ২ টি, মহিলা- ৫ টি)

শিক্ষাগত যোগ্যতা:

  • i) আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা নুন্যতম মাধ্যমিক পাশ হতে হবে।
  • ii) এছাড়া প্রার্থীদের কাছে WBCYN দ্বারা স্বীকৃত এক বছরের যোগা এবং ন্যাচারোপ্যাথি কোর্সের সার্টিফিকেট থাকতে হবে।

মাসিক বেতন:

কাজের সেশন অনুযায়ী মাসিক বেতন দেওয়া হবে। প্রতিটি সেশনের জন্য ২৫০/- টাকা পাবেন চাকরিপ্রার্থীরা।

বয়সসীমা:

আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪০ বছর হতে হবে।

আবেদন পদ্ধতি:

  • i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
  • ii) আবেদনের জন্য প্রথমে প্রার্থীকে ওয়েবসাইটে গিয়ে চাকরিপ্রার্থীদের “Recruitment” অপশন থেকে নির্দিষ্ট অনলাইন আবেদনপত্র বের করতে হবে।
  • iii) এরপর প্রার্থীর নিজের আবেদনপত্রটি পূরণ করার পরে সমস্ত তথ্য অর্থাৎ প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
  • iv) সবশেষে আবেদন ফি জমা করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।

আবেদন ফি:

  • i) সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ৫০/- টাকা।
  • ii) অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ১০০/- আবেদন ফি জমা করতে হবে।

আবেদনের শেষ তারিখ:

২রা ডিসেম্বর, ২০২৩

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular